ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আচমকা চীনে বন্ধ হলো বিবিসি

প্রকাশিত: ০৮:১২, ১১ আগস্ট ২০১৮

আচমকা চীনে বন্ধ হলো বিবিসি

বর্তমানে চীনে বিবিসির সব ওয়েব সেবা বন্ধ অবস্থায় আছে। ওয়েবসাইটের ফরম্যাট বদলাতে ব্রিটিশ সংবাদমাধ্যমটির নেওয়া এক পদক্ষেপের কারণে এমনটা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি তাদের সব ওয়েব ঠিকানা এইচটিটিপি থেকে এইচটিটিপিএস-এর নিয়ে গিয়েছে। এইচটিটিপিএস প্রটোকল-কে আরও সুরক্ষিত হিসেবে বিবেচনা করা হলেও এই প্রটোকলের সব সাইট চীনে নিয়মিত বন্ধ। এক বিবৃতিতে বিবিসি চীনের পাঠকদেরকে ভিপিএন বা সিফন এ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে। এই দুই উপায়েই এই প্রতিবন্ধকতা এড়াতে পারবেন পাঠকরা। সম্প্রতি এক ব্লগ পোস্টে বিবিসির প্রধান সফটওয়্যার প্রকৌশল জেমস ডনোহিউ বলেন, ‘ভুয়া সংবাদ নিয়ে উদ্বেগের এই অবস্থায়, পাঠকদের এটি নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ যে প্রতিবেদনগুলো বদলানো হয়নি আর তাদের ব্রাউজিং হিস্ট্রি গোপন থাকছে।’ ‘এইচটিটিপিএস এই দুই ক্ষেত্রেই নিশ্চয়তা দেয় আর আইএসপিগুলোর জন্য আপনি কোন প্রতিবেদন বা ভিডিও দেখছেন বা গোপনে কোন কনটেন্টগুলো দেখছেন তা শনাক্ত করা অনেক কষ্টসাধ্য।’
×