ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যাত্রা শুরু হচ্ছে রংপুর মেট্রো পুলিশের

প্রকাশিত: ০৭:০১, ১১ আগস্ট ২০১৮

 যাত্রা শুরু হচ্ছে রংপুর মেট্রো পুলিশের

স্টাফ রিপোর্টার ॥ যাত্রা শুরু করতে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ, সংক্ষেপে যার পরিচিতি হবে আরএনএমপি। এখন শুধুই আনুষ্ঠানিকতার পালা। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর সিডিউল পেলেই উদ্বোধন। একশ’রও কম জনবল আর দু’টি মাত্র পিকাপ ভ্যান নিয়ে কোতোয়ালি থানার আইনী সেবায় সন্তুষ্টি ছিল না ১৫ লাখ মানুষের। বিশেষত বেহাল ট্রাফিক ব্যবস্থায় ছিল ভুক্তভোগী মানুষের ক্ষোভ। সহসাই এর অবসান হতে চলেছে। ছয়টি থানা, ১০টি ফাঁড়ি আর ৮টি পুলিশ বক্সে থাকবে এক হাজার ১৮৫ জনবল, ১৩০টি যানবাহন নিয়ে এই নগরীর পুলিশী কার্যক্রমের দায়িত্ব নিচ্ছে আরএনএমপি। তাই স্বস্তি আর অধীর অপেক্ষা মানুষের। আরএনএমপি’র কর্মকর্তা জানিয়েছেন, আধুনিক-উন্নত নিরাপত্তা ও আইনী সেবার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। মোহাম্মদ আবু সুফিয়ান (অতিরিক্ত কমিশনার, আরএনএমপি) বলেন, এতে গতিশীলতা আসবে, পুলিশের রেসপন্স বাড়বে। ট্রাফিক ব্যবস্থায়ও ভাল পরিবর্তন আসবে। তবে সদর উপজেলার জন্য জেলা পুলিশের অধীন পৃথক আরও একটি থানার প্রস্তাবনা থাকলেও এখনই হচ্ছে না। আপাতত আশেপাশের তিনটি থানার সঙ্গে পুলিশী কার্যক্রমের বিন্যাস মানতে রাজি নন জনপ্রতিনিধিরা। নাসিমুজ্জামান ববি (চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রংপুর) বলেন, আইন শৃঙ্খলা সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। সরকারের সুবিধা জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়ে যাবে। এছাড়াও মহানগর আদালত প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।
×