ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা আরোপে মার্কিন আহ্বান ॥ উত্তর কোরিয়ার নিন্দা

প্রকাশিত: ০৫:১৭, ১১ আগস্ট ২০১৮

  নিষেধাজ্ঞা আরোপে মার্কিন আহ্বান ॥ উত্তর কোরিয়ার নিন্দা

উত্তর কোরিয়ার সদিচ্ছাপূর্ণ উদ্যোগ গ্রহণ সত্ত্বেও দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রতি নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটন ‘পুরনো অভিনয় পার্ট অনুসরণ’ করলে বিপারমাণবিকীকরণে অগ্রগতি প্রত্যাশা করা যায় না। খবর গার্ডিয়ান অনলাইনের। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছেন যে, পিয়ংইয়ং পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে দিয়েছে। একটি পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস করেছে এবং ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে। তথাপি, ওয়াশিংটন এখনও জোর দিচ্ছে ‘প্রথমে বিপারমাণবিকীকরণের’ ওপর এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ ও চাপ প্রয়োগের জন্য প্ররোচিত করার মধ্য দিয়ে আমাদের প্রত্যাশার জবাব দিচ্ছে। উত্তর কোরীয় মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এর সংলাপ অংশীদারের প্রতি প্রাথমিক শিষ্টতা দেখাবে না এবং তার সঙ্গে পুরনো অভিনয় পার্ট চালিয়ে যাবে ততক্ষণ বিপারমাণবিকীকরণসহ ডিপিআরকে যুক্তরাষ্ট্রের যৌথ ঘোষণা বাস্তবায়নে কোন অগগ্রতি প্রত্যাশা করতে পারে না কেউ। বলা হয় এ পুরনো অভিনয় পার্ট আগের প্রশাসনগুলোও পুরোপুরি চালাতে চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, বিবৃতিতে বলা হয় ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে ৯ জুনের যুগসৃষ্টিকারী শীর্ষ বৈঠকে গৃহীত একটি বিস্তৃত সমঝোতা বাস্তবায়নে এখনও ইচ্ছুক। কিন্তু বিবৃতিতে উচ্চ পর্যায়ের কিছুসংখ্যক মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, তারা আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছার প্রতিকূলে চলছেন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ বৃদ্ধিতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং জো বলেন, আমরা যেহেতু জানি যে, যুক্তরাষ্ট্র আমাদের প্রতি বৈরিতাসুলভ নীতি কখনও ত্যাগ করবে না। আমরা তাই আমাদের পরমাণু জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে অবিচলিত থাকব।
×