ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নাজিবের বিরুদ্ধে মুদ্রা পাচারের তিন অভিযোগ

প্রকাশিত: ০৬:৩০, ৯ আগস্ট ২০১৮

নাজিবের বিরুদ্ধে মুদ্রা পাচারের তিন অভিযোগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে মাল্টি-বিলিয়ন ডলার কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত মুদ্রা পাচারের তিনটি অভিযোগ আনা হয়েছে। তিনটি অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করা নাজিবের জামিনও মঞ্জুর করেছে আদালত। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ান এমডিবি) থেকে তিনি তার ব্যক্তিগত এ্যাকাউন্টে ৪ কোটি ২০ লাখ রিংগিত সরিয়েছেন বলে অভিযোগ করা হয়। তাকে গত জুলাইয়ে গ্রেফতার করা হয় এবং ইতোমধ্যে তিনি বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারে অভিযোগে অভিযুক্ত হয়েছেন। গত মে’র জাতীয় নির্বাচনে তার ভরাডুবির পর ওয়ান এমডিবি দুর্নীতির বিষয়ে নতুন করে তদন্ত শুরু হয়। বিবিসি। তিনি সবসময় কোন অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন এবং ক্ষমতায় থাকাকালে দেশটির কর্তৃপক্ষ তিনি নির্দোষ বলে জানায়। নাজিব, তার পরিবারের সদস্য ও কিছু সহযোগী বিশাল অঙ্কের তহবিল তছরুপ করার অপরাধে অভিযুক্ত হয়েছেন। ওই অর্থ বিশ্বের বিভিন্ন স্থানে শিল্পকর্ম থেকে শুরু করে মূল্যবান সম্পত্তিসহ বিভিন্ন জিনিস কিনতে ব্যবহার কার হয় বলে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ ৯৩ বছর বয়সী প্রবীণ রাজনৈতিক নেতা মাহাথির মোহাম্মদের সংস্কারবাদী জোটের নিকট নির্বাচনে তার পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নাজিব ও তার স্ত্রীর অধীনে থাকা অবৈধ সম্পত্তি উদ্ধারে সম্প্রতি সপ্তাহগুলোতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে।
×