ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৮:১৪, ৭ আগস্ট ২০১৮

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের অপ্রগতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নীতির অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের এই বৈঠকে সংসদীয় কর্মকা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। খবর বাসসর। এর আগে শেখ হাসিনা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে পৌঁছেন এবং রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তৃতীয় আইওসি’তে যোগ দিতে শেখ হাসিনাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ॥ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের (আইওসি) চেয়ারপার্সন রনিল বিক্রমাসিংহে এ মাসের শেষের দিকে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য তৃতীয় আইওসি-২০১৮ তে যোগ দিতে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, শ্রীলংকার প্রধানমন্ত্রী সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং প্রায় ১০ মিনিট কথা বলেন। তিনি বলেন, বিক্রমাসিংহে তৃতীয় আইওসি’তে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রেস সচিব জানান, এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আগামী ২৭ থেকে ২৮ আগস্ট দু’দিনব্যাপী তৃতীয় আইওসি-২০১৮ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় আইওসি গত বছরের ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল।
×