ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্টুডিও থিয়েটারে আজ মাইম আর্টের মূকাভিনয়

প্রকাশিত: ০৭:১৮, ৭ আগস্ট ২০১৮

স্টুডিও থিয়েটারে আজ মাইম আর্টের মূকাভিনয়

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আজ ৭ আগস্ট মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করেছে মাইম আর্ট। এই আয়োজনে নিথর মাহবুবের একক খ- মূকাভিনয় প্রদর্শনীর পাশাপাশি থাকছে দলের কর্মীদের দলীয় ও একক মূকাভিনয় প্রদর্শনী। নিথর মাহবুবের রচনা ও নির্দেশনায় এই মূকাভিনয়গুলো প্রদর্শনী হবে। নিথর মাহবুব ছাড়াও মঞ্চে থাকবেন টুটুল, রবি, শুভ, শ্যামল, খোকনসহ অনেকে। নিথর মাহবুব বলেন, প্রতিবছর অক্টোবর মাসে মূকাভিনয় প্রদর্শনীর পাশাপাশি বিনোদন সাংবাদিকদের মাইম আর্ট স্মারক সম্মাননা প্রদান করে আসছে মাইম আর্ট। এ বছরও তেমনি পরিকল্পনা ছিল। সারাদেশে শিশু-কিশোরদের নিরাপদ সড়ক আন্দোলন ও পরিবহন সঙ্কটসহ নানান দিক বিবেচনা করে স্মারক সম্মাননা স্থগিত করা হয়েছে। তবে যেহেতু হল বরাদ্দ আগেই নেয়া হয়েছে তাই আমরা দিনটিতে মূকাভিনয় প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে। এবং পরবর্তী প্রদর্শনীর সময় স্মারক সম্মাননা প্রদান করার পরিকল্পনা আছে। দেশে নিরাপদ খাদ্য আন্দোলনের উপর ভিত্তি করে একটি খ- মূকাভিনয় আমরা তৈরি করেছি। নতুন এই খ- মূকাভিনয়টিও এবারের আয়োজনে থাকছে। বাংলাদেশের মূকাভিনয় শিল্পের অন্যতম তরুণ শিল্পী নিথর মাহবুব। দীর্ঘদিন তিনি মঞ্চে মূকাভিনয় করা থেকে বিরত আছেন। সর্বশেষ ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি মাইম আর্টের আয়োজনে মূকাভিনয় করতে মঞ্চে উঠেছিলেন। ১৯ মাস পরে আজ মঙ্গলবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মঞ্চে আবার তিনি একক মূকাভিনয় নিয়ে ফিরছেন। শুধু তাই নয় আজকের প্রদর্শনীতে দর্শকদের জন্য নতুন একটি একক খ- মূকাভিনয় নিয়ে হাজির হচ্ছেন তিনি। আজকের অনুষ্ঠান প্রসঙ্গে মূকাভিনয়শিল্পী নিথর মাহবুব বলেন, অফিস, শূটিং, মাইম আর্টের মঞ্চ নাটক পরিচালনা ইত্যাদি নানা কারণে মঞ্চে অভিনয় থেকে এতদিন দূরে ছিলাম। তাছাড়া শারীরিকভাবেও ফিট ছিলাম না। ১০ কেজির ওপরে ওজন বেড়ে যাওয়ায় পায়ের গোড়ালির ব্যথায় ভুগছিলাম। ব্যায়াম এবং খাবার নিয়ন্ত্রণ করে শরীরের ওজন কিছুটা কমিয়েছি। মঞ্চে এখন অভিনয়ের চেয়ে লেখালেখি এবং পরিচালনার কাজটাই বেশি করতে চাই। গত বছরের প্রথম দিন ‘গুরু-শিষ্যের মূকাভিনয়’ শিরোনামের প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে নীরবে মূকাভিনয় থেকে বিরতি নেই। বিষয়টি গোপন রেখেছিলাম। কিন্তু মঞ্চের অভিনয়ে দীর্ঘ অনুপস্থিতি নাট্যাঙ্গনে আমার শুভাকাক্সক্ষী এবং ভক্তরা টের পেয়ে গেছে, সবার আবদারে আবার শুরু করতে বাধ্য হলাম। তারা মঞ্চের অভিনয়ে আমাকে নিয়মিত দেখতে চায়। তবে আমি গত ১৯ মাস শো না করলেও আমার দল মাইম আর্টের প্রদর্শনী থেমে থাকেনি। নিয়মিত দলের মহড়া কর্মশালা প্রদর্শনী এর সবই চলেছে, শুধু আমি মঞ্চে উঠিনি।
×