ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কয়েক ঘণ্টার ব্যবধানে সুইস আল্পসে দুটি বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ০৩:৫২, ৬ আগস্ট ২০১৮

  কয়েক ঘণ্টার ব্যবধানে  সুইস আল্পসে দুটি  বিমান বিধ্বস্ত

ইউরোপের আল্পস পর্বতমালার সুইজারল্যান্ডের অংশে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবারের এ দুটি ঘটনায় দুই বিমানের ২৩ আরোহী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর ওয়েবসাইটের। শনিবার সকালে দেশটির নিডভালডেন প্রদেশের রেং গিরিপথ এলাকার বনভূমির একটি অগম্য স্থানে ছোট একটি বিমান বিধ্বস্ত হলে এক পরিবারের বাবা-মা ও তাদের দুই সন্তান নিহত হন। এর কয়েক ঘণ্টা পর স্থানীয় এয়ারলাইন্স জেইউ-এয়ারের একটি ছোট বিমান আল্পস পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। দ্বিতীয় এই বিমান বিধ্বস্তের ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। জেইউ-এয়ার জানিয়েছে, তাদের একটি জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। ১৭টি আসনের পাশাপাশি দুজন পাইলট বিমানটি পরিচালনা করে থাকেন। কিন্তু বিধ্বস্ত বিমানটিতে কতজন আরোহী ছিল তা স্পষ্ট হয়নি। এয়ারলাইন্সটি নিজেদের ওয়েবসাইটে বলেছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ আমাদের একটি জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে আর কোন তথ্য নেই।’ টুইটারে সুইস পুলিশ জানিয়েছে, গাবানডেন প্রদেশের পিজ সিগনাস পর্বতের পশ্চিম পাশে বিমানটি বিধ্বস্ত হয়েছে, ঘটনাস্থলের উদ্দেশে পাঁচটি হেলিকপ্টার ও বড় একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন সংস্থার ফেডারেল দফতর ঘটনাস্থলের ওপরের আকাশপথটি বন্ধ করে দিয়েছে। আকাশপথটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ৪৫০ মিটার (৮,০৩৮ ফুট) উঁচুতে। বিমানটির সব যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্র ব্লিক।
×