ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গত চার মাসে ৫৪৬ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশীরা

প্রকাশিত: ০৬:৪০, ৫ আগস্ট ২০১৮

গত চার মাসে ৫৪৬ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশীরা

পুঁজিবাজারে বিদেশীদের পোর্টফোলিও বিনিয়োগ ধারাবাহিকভাবে কমে আসছে। বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে তাদের নিট বিনিয়োগ প্রত্যাহার করছেন। গত ৪ মাসে বিদেশীরা তাদের পোর্টফোলিও থেকে ৫৪৬ কোটি ৪৫ লাখ ১৮ হাজার টাকা প্রত্যাহার করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, চলতি বছরের জুলাই মাসে ৩২ কোটি ৭১ লাখ টাকার নিট বিনিয়োগ পত্যাহার করেছেন বিদেশীরা। গত জুলাই মাসে বিদেশী পোর্টফোলিওতে শেয়ার বিক্রয় করা হয়েছে ৪৪৪ কোটি ৭৫ লাখ টাকার। এর বিপরীতে শেয়ার কেনা হয়েছে ৪১২ কোটি ৪ লাখ টাকার। সেই হিসাবে আলোচ্য মাসে নিট বিনিয়োগ কমেছে ৩২ কোটি ৭১ লাখ টাকা। আলোচ্য মাসে বিদেশী পোর্টফোলিওতে মোট লেনদেন হয়েছে ৮৫৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। এর আগে মাঝে এই লেনদেনের পরিমাণ ছিল ১১০০ কোটি টাকা। দেখা গেছে, চলতি বছরের মার্চ মাসে বিদেশী পোর্টফোলিওতে নিট বিনিয়োগ বেড়েছিল ১৫৭ কোটি টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×