ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড. মোফাখখার হোসেন খানের সংবর্ধনা

প্রকাশিত: ০৭:৩৫, ২ আগস্ট ২০১৮

ড. মোফাখখার হোসেন খানের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্রন্থাগারিক অধ্যাপক ড. মোফাখখার হোসেন খানকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়েছে । এ উপলক্ষে বাংলা একাডেমির শামসুর রাহমান হলে আহম্মদ স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সাবেক সভাপতি এম শামসুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সাবেক পরিচালক ফজলে রাব্বি। এ ছাড়া বক্তব্য রাখেন শিক্ষাবিদ আমিরুল আলম খান। স্বাগত বক্তব্য রাখেন আইএলআইএসের পরিচালক কাজী মাজেদ। অনুষ্ঠানে ড. মোফাখখার হোসেন খানের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক খন্দকার ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আসজাদুল কিবরিয়া। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সীমাবদ্ধতার কারণে ড. খানের জ্ঞান ও কর্মাবদান থেকে বঞ্চিত হওয়ায় এবং এ সংক্রান্ত সংস্থা কর্তৃক এতদিনেও তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ যথাযথ সম্মান প্রদর্শন না করায় ক্ষোভ এবং আত্মসমালোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশের রেজাল্টমুখী মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার বর্তমান দৈন্যদশা ও প্রযুক্তির অপব্যবহারের কারণে গ্রন্থাগার ব্যবস্থার বিপর্যয় এবং এ থেকে উত্তোরণের বিষয়ে গঠনমূলক সমালোচনা করেন।
×