ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রি ॥ চার পুলিশ চাকরিচ্যুত

প্রকাশিত: ০৭:০৩, ২ আগস্ট ২০১৮

মাদক বিক্রি ॥ চার পুলিশ চাকরিচ্যুত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ আগস্ট ॥ মাদক বিক্রি ও সেবনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় রংপুর পুলিশের এক উপ-পরিদর্শক ও তিন কনস্টেবলকে চাকরিচ্যুত করা হয়েছে। সেই সঙ্গে আরও ৩০ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। রংপুরে পুলিশ সুপার হিসেবে যোগদানের ২ বছর পূর্তি উপলক্ষে বুধবার দুপুরে পুলিশ কমিউনিটি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, দেশে এবারই প্রথম আমরা পুলিশ কনস্টেবল নিয়োগে ড্রাগ টেস্ট করে নিয়োগ দিয়েছি। যাদের মধ্যে ন্যূনতম মাদক সেবনের চিহ্ন পাওয়া গেছে তাদের নিয়োগ দেইনি। মলদ্বারে এক কেজি সোনা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে এককেজি ওজনের ৮টি সোনারবার। সারজা থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে এসেছিলেন এই যাত্রী। বুধবার সকালে বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা সোনা উদ্ধার এবং যাত্রীকে আটক করেন। কাস্টম সূত্রে জানা যায়, আটক যাত্রীর নাম সুমন দাশ। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রামে আসেন। বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওযায় কাস্টমস কর্মকর্তারা তাকে তন্নতন্নভাবে তল্লাশি চালান। একপর্যায়ে সে মলদ্বারে সোনা থাকার কথা স্বীকার করে।
×