ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউএনও-চেয়ারম্যানের দ্বন্দ্ব

পটিয়ায় মাসিক সভা বয়কট করল চেয়ারম্যানরা

প্রকাশিত: ০৬:৩০, ৩১ জুলাই ২০১৮

পটিয়ায় মাসিক সভা বয়কট করল চেয়ারম্যানরা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩০ জুলাই ॥ চট্টগ্রামের পটিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেলুল কাদের ও ইউপি চেয়ারম্যানদের দ্বন্দ্বের কারণে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভা চেয়ারম্যানরা বয়কট করেছেন। সোমবার সকালে উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভা চলাকালে এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানরা হলরুম ছেড়ে বেরিয়ে পড়েন। তাদের অভিযোগ, ইউএনও রাসেলুল কাদের যোগদানের পর থেকে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রতিটি মানুষের সঙ্গে খারাপ আচরণ করছেন। ইতোমধ্যে তারা ইউএনওর বদলি দাবি করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগও দিয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সভা থেকে বেরিয়ে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. সামশুজ্জামান চৌধুরী। সভায় চেয়ারম্যানদের মধ্যে কুসুমপুরা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু বক্তব্য রাখেন এবং উপস্থিতি খাতায় সবাই স্বাক্ষর করেন। চেয়ারম্যানরা বলেন, দীর্ঘদিন ইউএনও রাসেলুল কাদের প্রকল্প ফাইলে স্বাক্ষর না করা, সাধারণ লোকজনের সঙ্গে খারাপ আচরণ ও সরকারী দফতরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের গালিগালাজ করার কারণে ইউএনওর বদলির দাবি জানিয়ে বিভাগীয় কমিশনার বরাবরে একটি অভিযোগ দিয়েছেন। তবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি বলেছেন, নতুন ইউএনও কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। ডোমারে হেল্থ ক্যাম্প উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ডোমার পৌরসভার উপকারভোগীদের দুই দিনব্যাপী হেল্থ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর এ ক্যাম্পের আয়োজন করে। মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় আবাসিক মেডিক্যাল অফিসার ওবায়দা নাজনীন মুক্ত, স্বাস্থ্য সহকারী কামরুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
×