ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ফিরোজা বেগম স্মৃতিপদক পেলেন রুনা লায়লা

প্রকাশিত: ০৬:০৬, ৩১ জুলাই ২০১৮

ফিরোজা বেগম স্মৃতিপদক পেলেন রুনা লায়লা

স্টাফ রিপোর্টার ॥ তারা দুজনেই এ দেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। একজন নজরুলের গান গেয়ে হয়ে আছেন কালোত্তীর্ণ। অপরজনের কণ্ঠে বাংলা গান সমাদৃত হয়েছে বিশ্ব দরবারে। এই দুই কণ্ঠশিল্পী হলেন ফিরোজা বেগম ও রুনা লায়লা। আর একজনের নামাঙ্কিত পদকটি গ্রহণ করলেন আরেকজন। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেলেন রুনা লায়লা। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত পুরস্কারটি তৃতীয়বারের মতো প্রদান করা হলো। একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী ঊর্মি ঘোষকে স্বর্ণপদক প্রদান করা হয়। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে রুনা লায়লা বলেন, আজকের এই দিনটি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ফিরোজা বেগমের নামাঙ্কিত এ পদকপ্রাপ্তি আমার জন্য আশীর্বাদ। সব সময়ই যে কোন পুরস্কার আনন্দের পাশাপাশি অনুপ্রেরণা জোগায়। তবে আমার কাছে এই পুরস্কারটি অন্য রকম। অনেক পুরস্কার পেলেও এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। কারণ এই পুরস্কারের সঙ্গে জড়িয়ে আছে ফিরোজা বেগমের নাম। তিনি এত বড় শিল্পী যে তার তুলনা কেবল তিনি নিজেই। সারা পৃথিবীতে তার মাধ্যমে পরিচিত হয়েছে নজরুলসঙ্গীত। যতদিন পৃথিবীতে গান থাকে ততদিন বেঁচে থাকবেন ফিরোজা বেগম। এ পুরস্কারের আমাকে যোগ্য মনে করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। কীর্তিমান শিল্পীদের সম্মান জানানো ও দেশজ শুদ্ধ সঙ্গীতচর্চার প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গঠিত এসিআই ফাডন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ফিরোজা বেগম মেমোরিয়াল ফান্ড তৃতীয়বারের মতো এই পুরস্কার প্রদান করল। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন রুনা লায়লা। তাঁকে দুই ভরি ওজনের ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পরিয়ে দেয়ার পাশাপাশি প্রদান করা হয় পুরস্কারের সম্মানী এক লাখ টাকা। একই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিএ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত শিক্ষার্থী ঊর্মি ঘোষকে স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ফিরোজা বেগম মেমোরিয়ার ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরোজা বেগমের ভাই এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস উদ দৌলা। সংক্ষিপ্ত কথনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সাবেক চেয়ারপার্সন ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী খান)। আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় মহাকবি কায়কোবাদ স্মরণ ॥ আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় স্মরণ করা হলো মহাকবি কায়কোবাদকে। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফাতেমা কাওসার। আলোচনা শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে ঢাকা শিল্পকলা একাডেমি ও নবাবগঞ্জ উপজেলার শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। প্রথম পর্বে অংশ নেয় ঢাকা শিল্পকলা একাডেমির শিল্পীরা। আয়োজনের শুরুতে মহাকবি কায়কোবাদের ‘মহাশশ্মান’ থেকে পাঠ করেন এস এম মহসীন। একক নৃত্য পরিবেশন করেন র‌্যাসেল প্যারিস প্রিয়াঙ্কা।
×