ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব মানব পাচার বিরোধী দিবস আজ

প্রকাশিত: ০৫:১৯, ৩০ জুলাই ২০১৮

  বিশ্ব মানব পাচার বিরোধী দিবস আজ

ফিরোজ মান্না ॥ বিশ্ব মানবপাচার বিরোধী দিবস আজ। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ৩০ জুলাই বিশ্ব মানবপাচার বিরোধী দিবস পালন করছে। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এক প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর ৩০ জুলাই দিনটিকে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটিকে কেন্দ্র করে নানা কর্মসূচী পালন করবে। জাতিসংঘের প্রস্তাবে বলা হয়েছে, মানব পাচারের শিকার ব্যক্তিদের অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও তাদের অধিকারগুলোর প্রচার এবং সুরক্ষার লক্ষ্যে এমন একটি দিবসের প্রয়োজন ছিল। এছাড়াও বাংলাদেশ সরকার সম্প্রতি প্রকাশিত ‘মানব পাচার প্রতিরোধে’ জাতীয় কর্মপরিকল্পনা হিসেবে দিবসটি উদ্যাপন করার ওপর গুরুত্ব আরোপ করেছে। এদিকে দিবসটিকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, আমাদের দেশে একসময় আইন ছিল না, এখন চমৎকার একটি আইন হয়েছে। ২০২২ সাল পর্যন্ত ‘এন্ট্রি হিউম্যান ট্রাফিকিং’ এ্যাকশন প্ল্যান হাতে নিয়েছে। সেমিনারে বক্তারা বলেন, মানবপাচারের সবচেয়ে বড় কারণ অজ্ঞতা। অজ্ঞতার কারণেই বিদেশগামী কর্মীরা দালালের দ্বারস্থ হয়, নিজের অধিকার সম্পর্ক সচেতন নয় বেশিরভাগ কর্মী। এই মানবপাচার আমাদের দীর্ঘদিনের সমস্যা। দেশে মানবপাচারের চার হাজার মামলার মধ্যে মাত্র একটি মামলার আসামির শাস্তি হয়েছে। এটি খুবই উদ্বেগজনক। মামলা দ্রুত শেষ করার জন্য যা যা দরকার করতে হবে। দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। ব্র্যাকের স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস এ্যান্ড এম্পাওয়ারমেন্ট কর্মসূচীর উর্ধতন পরিচালক আসিফ সালেহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) মোহাম্মদ শামসুর রহমান, আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) বাংলাদেশের চীফ অব মিশন জর্জ গিগরি, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের চার্জ দ্য এ্যাফেয়ার্সের হেড অব কোঅপারেশন মারিও রনকনিসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বেসরকারী অভিবাসন সংস্থার প্রতিনিধিরা।
×