ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভানুয়াতুর আমবে দ্বীপে অগ্ন্যুৎপাত ॥ বাসিন্দাদের সরানোর নির্দেশ

প্রকাশিত: ০৪:২৫, ২৮ জুলাই ২০১৮

  ভানুয়াতুর আমবে দ্বীপে অগ্ন্যুৎপাত ॥ বাসিন্দাদের সরানোর নির্দেশ

ভানুয়াতু দ্বীপপুঞ্জের আমবে দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের বিপর্যয় থেকে বাসিন্দাদের রক্ষায় শুক্রবার তাদের অন্যত্র সরানোর নির্দেশ দেয়া হয়েছে। গত সেপ্টেম্বর থেকে মানারো আগ্নেয়গিরির সিরিজ অগ্ন্যুৎপাত শুরু হয়, যার ছাই বায়ুম-লে ১২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়লে পরিবেশে বিপর্যয় সৃষ্টি হয়। খবর এএফপি’র। ভানুয়াতু ভূ-তত্ত্ব ও ভৌগলিক-বিপর্যয় বিভাগ জানায়, আগ্নেয়গিরির বিপর্যয় থেকে জীবন বাঁচাতে উৎপত্তিস্থল থেকে লোকজনকে অন্তত তিন কিলোমিটার দূরে সরে যেতে হবে।
×