ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় সড়ক বেহাল ॥ হেঁটেও চলা যায় না

প্রকাশিত: ০৬:৫৮, ২৭ জুলাই ২০১৮

 পটিয়ায় সড়ক বেহাল ॥ হেঁটেও  চলা যায় না

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৬ জুলাই ॥ ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকা পকেটে রেখে দেয়ায় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ধরপাড়া-পানবাজার সড়কের বেহাল অবস্থা হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে যান চলাচল তো দূরে থাক, হেঁটেও চলাচল করা যাচ্ছে না। এই রাস্তা দিয়ে প্রতিদিন সাধারণ লোকজন ছাড়াও, প্রাইমারী স্কুল ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। গ্রামবাসী স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ মিঞা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যকে অবহিত করেও কোন কাজ হয়নি। অভিযোগ ওঠেছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মেরামতের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প থেকে ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও এক টাকার কাজও করা হয়নি। সংখ্যালঘু অধ্যুষিত হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি আগামী সংসদ নির্বাচনের আগে মেরামত করা অতীব জরুরী। পানবাজার এলাকায় রয়েছে হেন্ডস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় নির্বাচনের একটি ভোট কেন্দ্র। নির্বাচনের আগে রাস্তাটি মেরামত করা না গেলে ভোট কেন্দ্রে যাওয়া দূরের কথা নির্বাচন চলাকালীন যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে জানতে চাইলে হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ মিঞা বলেন, কর্মসৃজন প্রকল্পের যে বরাদ্দ দেয়া হয়েছিল তা বিভিন্ন কারণে করা হয়নি। আত্মসাত করার কোন পরিকল্পনা চেয়ারম্যান কিংবা ইউপি সদস্যদের নেই। ধরপাড়া-পানবাজার সড়কটি জরুরীভিত্তিতে মেরামত করা দরকার। ৪০ দিনের কর্মসৃজন কিংবা জরুরী কোন বরাদ্দ থেকে ওই রাস্তাটি মেরামত করবে।
×