ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

জাহ্নবি কাপুরের অভিষেক এবং তারপর

প্রকাশিত: ০৭:১৬, ২৬ জুলাই ২০১৮

জাহ্নবি কাপুরের অভিষেক এবং তারপর

এ বছরের বহুল আলোচিত এবং দীর্ঘ প্রতীক্ষিত একটি হিন্দী সিনেমা ‘ধাড়াক’ মুক্তি পেয়েছে গত সপ্তাহে। একটি সুপারহিট মারাটি সিনেমার হিন্দী রিমেক ‘ধাড়াক’ নিয়ে সবার মধ্যে প্রচ- আগ্রহ কৌতূহল ছিল। কারণ ছবিটি প্রযোজনা করেছেন বলিউডের ‘নামী-দামী প্রতিষ্ঠিত চিত্র নির্মাতা করণ জোহর। ছবিটির নির্মাণ কাজ শুরু হওয়ার আগে থেকেই সবার মনোযোগ ছিল এর কাস্টিংয়ের দিকে। কারণ বলিউডের একসময়ের শীর্ষ অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবি কাপুরের রুপালি পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে ‘ধাড়াক’-এর মাধ্যমে। যেখানে তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন শহিদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টার। ধাড়াক মুক্তির পর বক্স অফিসে মোটামুটি ভাল সাড়া জাগালেও অনেক সমালোচক ছবিটিকে মূল মারাঠি সিনেমা ‘সাইরতি’-এর দুর্বল নির্মাণ হিসেবে আখ্যায়িত করেছেন জাহ্নবি কাপুরের অভিনয়েও সন্তুষ্ট হতে পারেননি কেউ কেউ। ‘খুব ছোটবেলায় অভিনেত্রী হওয়ার ইচ্ছে জাগত, মায়ের অভিনয় দেখেই আমারও অভিনয়ের সাধ জেগেছিল। কিন্তু একটু বড় হওয়ার পর ইতিহাসের ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয় তখন অভিনেত্রী হওয়ার ইচ্ছেটা ‘হারিয়ে যাচ্ছিল, আমি অন্য কিছু হওয়ার কথা ভাবছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাকে অভিনয়ে আসতে হয়েছে, এটাই হলো ভাগ্য, কথাগুলো জাহ্নবি কাপুরের। তার রুপালি পর্দায় অভিষেক বলিউড তো বটেই হিন্দী সিনেমার দর্শকদের আগ্রহী করে তুলেছে। সবাই জাহ্নবির আত্মপ্রকাশকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করছেন। তার প্রতি সবার আগ্রহ কৌতূহল উৎসাহের কারণ প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর কন্যা, বলিউডের প্রখ্যাত প্রযোজক বনি কাপুর তার বাবা। তার সৎ ভাই বলিউডের তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর। চাচা অনিল কাপুর দীর্ঘদিন বলিউডে জনপ্রিয় তারকা হিসেবে উজ্জ্বল অবস্থানে ছিলেন। চাচাত বোন সোনম কাপুরও এই সময়ের বলিউড জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তেমনি এক ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা জাহ্নবিকে নিয়ে স্বাভাবিকভাবেই সবার আগ্রহ কৌতূহল থাকবেই। জাহ্নবি কাপুরের রুপালি পর্দায় অভিষেক হচ্ছে প্রখ্যাত প্রযোজক করণ জোহরের হাত ধরে। ‘ধাড়াক’ ছবিটি নির্মিত হয়েছে মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর রিমেক হিসেবে। এক জোড়া তরুণীর কাছে আসার গল্প চমৎকারভাবে তুলে ধরা হয়েছে ছবিটিতে। বৈরি সামাজিক পারিবারিক পরিবেশ এবং সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে তরুণ-তরুণী ভালবাসার নতুন ইতিহাস সৃষ্টি করে। একই গল্প নিয়ে কলকাতায় ‘নুরজাহান’ ছবিটি নির্মিত হয়েছে। যেখানে বাংলাদেশের পূজাচেরি নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন। ‘ধাড়াক’ ছবিতে জাহ্নবির বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টার। শ্রীদেবী তনয়া জাহ্নবির চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হওয়া নিয়ে অনেকদিন থেকে নানা গুজব-গুঞ্জন শোনা যাচ্ছিল। কোন ছবির মাধ্যমে রুপালি পর্দায় তার আত্ম প্রকাশ ঘটবে তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে জাহ্নবি ক্যামেরার সামনে অভিনয়ের জন্য দাঁড়ানোর আগে এ বিষয়ে প্রস্তুতি নিয়েছেন, অভিনয়, নাচ গানের প্র্যাকটিস করেছেন। কন্যা জাহ্নবি ও খুশিকে নিয়ে মা প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর অনেক উচ্চাশা ছিল। তাদের বড় করে তুলতে অভিনয় ছেড়ে পুরোপুরি সংসারী হয়েছিলেন বলিউডের একসময়ের সম্রাজ্ঞী শ্রীদেবী। তিনি কন্যাকে অভিনেত্রী হিসেবে যোগ্য করে তুলতে নানাভাবে বুদ্ধি-পরামর্শ দিলেও তার (জাহ্নবির) প্রথম অভিনীত ‘ধাড়াক’ ছবির শূটিংয়ে কোনদিন আসেনি। শূটিংএ না এলেও কন্যা অভিনীত প্রথম ছবির রাশ দেখে খুব খুশি হয়েছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবিকে ছবির দ্বিতীয়ার্ধে কোন প্রকার মেকআপ নিতে পরামর্শ দিয়েছিলেন জাহ্নবির রুপালি পর্দায় অভিষেক তার মা শ্রীদেবী দেখে যেতে পারেননি, তার আগেই গত ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। এ নিয়ে জাহ্নবির মনে দুঃখ রয়েছে। ‘ধাড়াক’ মুক্তির আগেই জাহ্নবির সঙ্গে মা শ্রীদেবীর তুলনা করতে শুরু করে দিয়েছেন অনেকে। এর জবাবে জাহ্নবি বলেন, ‘মায়ের চেহারার ছাপ তো আমার মধ্যে থাকবে। এটা স্বাভাবিক। রুপালি পর্দায় কিংবদন্তি অভিনেত্রী মধুবালা, মীনা কুমারী, ওয়াহিদা রেহমানদের ম্যাজিক ফিরিয়ে আনতে চাই আমি। তাদের অভিনীত পুরনো সেই ছবিগুলো আমাকে ভাল অভিনয়ে বার বার অনুপ্রাণিত করে। ২১ বছর বয়সী তন্বী অভিনেত্রী জাহ্নবি কাপুর তার নিজের আলাদা পরিচিতি গড়ে তুলতে চান। সবাই তার ব্যাপারে একটু বেশি মনোযোগী এটা উপলব্ধি করে বলিউডের নতুন মুখের এই অভিনেত্রী বলেন, সবাই আমার বিষয়ে আলোচনা করছে, আমার অভিনয় জীবন নিয়ে নানা প্রত্যাশা করছে। প্রতিদিনই পত্রপত্রিকায় আমাকে নিয়ে লেখাগুলো বেশ মনোযোগ দিয়ে পড়ছি। সব দেখে নিজেকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ মনে হচ্ছে। আমি আমার প্রথম অভিনীত ছবিটি দেখে দর্শক আমার কাজের বিচার বিশ্লেষণ করুক। আমার প্রথম অভিনীত ছবিটি ব্যবসায়িকভাবে সফল হোকÑ এটা আমার কাম্য।’ শ্রীদেবীর কন্যা হলেও নিজেকে ভিন্নভাবে পরিচিত করতে চান জাহ্নবি। ‘তার মতো দেখতে হলেও আমি নিজেকে আলাদা ভাবি সব সময়, অভিনয়ে ও পর্দা ইমেজে সেটা তুলে ধরতে সচেষ্ট থাকব আমি, বলেন জাহ্নবি। এখন তাকে নিয়ে বলিউডে যেভাবে হৈচৈ চলছে, সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন, তাতে জাহ্নবির মাথা গরম হয়ে যাওয়াটা স্বাভাবিক। যা তার ক্যারিয়ার গঠনের পথে মারাত্মক প্রতিবন্ধক হয়ে উঠতে পারে। এ ব্যাপারে জাহ্নবি যথেষ্ট সচেতন বলা যায়। ‘আমি দর্শকদের কাছ থেকে বেশ ভাল সাড়া পাচ্ছি। সবাই ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করছেন, কেউ আরও ভাল করতে পরামর্শ দিচ্ছেন। আমি সবার মনোযোগটা ধরে রাখতে চাই। অনেকটা আত্মবিশ্বাসী সুরে কথাগুলো বলেন শ্রীদেবীকন্যা। মায়ের খুব কাছাকাছি থাকার চেষ্টা করতেন জাহ্নবি। তবে মাকে অনুকরণের কোন প্রবণতা ছিল না তার মধ্যে। তবে মায়ের অনেক কিছুই জন্মসূত্রে লাভ করেছেন। যা এড়ানো সম্ভব নয় কোন সন্তানের পক্ষে। এ প্রসঙ্গে জাহ্নবি কাপুর বলেন, ‘আমি শ্রীদেবীর মেয়ে তার চেহারার আদল তো আমার মধ্যে থাকবে কিছুটা, আমি অবশ্য বেশ কিছুটা পেয়েছি। তার পরও আমি নিজেকে ভিন্নরূপে তুলে ধরতে চেষ্টা করছি।’ ‘ধাড়াক’ ছবিতে রাজস্থানের গল্প তুলে ধরা হয়েছে। উদয়পুর শহরের একটি মেয়ের চলন বলন, সাজ পোশাক, ম্যানারিজম কি রকম হতে পারে তা আমি জানার জন্য শূটিংয়ের আগে জয়পুর, উদয়পুরে গিয়েছি সেখানকার মেয়েদের সঙ্গে কথা বলেছি, তাদের খুব কাছ থেকে বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যক্ষ করেছি। স্থানীয় তরুণীদের মতো করে নিজেকে উপস্থাপনের ব্যাপারে আমি অনেকটা সচেতন ছিলাম, ছোটবেলা থেকে মুম্বাই শহরে বেড়ে ওঠা একজন মেয়ে হয়েও ‘ধাড়াক’-এ আমি উদয়পুর শহরের একটি সাধারণ সাজগোজ করা একটি মেয়ে হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলেছি পর্দায়, এখানেই আমার সার্থকথা।’ হিন্দী সিনেমায় অভিষেক হওয়া জাহ্নবি কাপুর খুব শীঘ্রই দক্ষিণী তামিল ছবিতে নায়িকা রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ইতোমধ্যে এ ব্যাপারে কাজ অনেক দূর এগিয়ে গেছে। দক্ষিণী পরিচালক ভেঙ্কট প্রভুর নতুন সিনেমায় জনপ্রিয় নায়ক সিম্বুর বিপরীতে তাকে দেখা যাবে। জাহ্নবির মা শ্রীদেবী নিজেও একজন তামিল ছিলেন। তার ফিল্মি ক্যারিয়ারের সূচনা হয়েছিল দক্ষিণী চলচ্চিত্রে। জীবিতকালে শ্রীদেবী তার বিভিন্ন সাক্ষাতকারে বলেছিলেন, ‘তার মেয়ে যদি দক্ষিণী চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয় তাহলে তিনি কোনভাবেই বাধা দেবেন না। এ ছাড়া বেশ ক’জন দক্ষিণী চিত্রনির্মাতা শ্রীদেবী কন্যাকে তামিল তেলেগু সিনেমায় নায়িকা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।
×