ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ তিন উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচন

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ জুলাই ২০১৮

আজ তিন উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচন

জনকণ্ঠ ডেস্ক ॥ আজ বুধবার অনুষ্ঠিত হবে রাঙ্গামাটির নানিয়ারচর, ভোলার তজুমদ্দিন ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার উপ-নির্বাচন। এ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। রাঙ্গামাটি ॥ নানিয়ারচর উপজেলায় আজ বুধবার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। গত ৩ এপ্রিল নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে প্রকাশ্যে সন্ত্রাসীরা খুন করার পর এই উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয় । উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির কোনো প্রার্থী নেই। এবার জেএসএস লারমা গ্রুফ থেকে প্রগতি চাকমা আনারস মার্কা, ইউপিডিএফ থেকে প্রণতি রঞ্জন খীসা কাপ-পিরিচ ও স্বতন্ত্র মহিলা প্রার্থী কল্পনা চাকমা দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচন করছেন। উপজেলা চেয়ারম্যান শক্তিমান হত্যার পরের দিন ইউপিডিএফ সংস্কার নেতা বর্মাসহ ৫ জন খুন হয়। এর পর থেকে এলাকায় অশান্তি বিরাজ করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে নানিয়ারচর ফের অশান্ত হয়ে উঠেছে। অপহরণ পাল্টা অপহরণ চলছে। সাবেক্ষ্যং থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে সন্ত্রাসীরা আপহরণ করে নিয়ে যায় এখনো তার হদিস মেলেনি। মঙ্গলবার ছায়ধন চাকমা (৪৫) নামে আরো এক ব্যবসায়ীকে নানিয়ারচর বাজার থেকে অপহরণ করেছে বলে ইউপিডিএফ দাবি করেছে। মুখোশধারী সন্ত্রাসীরা এই অপহরণ করে বলে তারা জানায়। ভোলা ॥ আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতিক্ষিত তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের ফজলুল হক দেওয়ান, বিএনপির গোলাম মোস্তফা মিন্টু ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন দুলাল। তবে এদের মধ্যে নাসির উদ্দিন দুলাল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। তিনি তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপন ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান। এদিকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৫ স্তরের নিরাপত্তা গ্রহণ করেছেন নির্বাচন কমিশন। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৭ সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় আলহাজ অহিদউল্লাহ জসিম মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। হবিগঞ্জ ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের বহু প্রতিক্ষিত উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বুধবার। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জন। তারা হলেন, প্রয়াত উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতর আলীর কনিষ্ঠ পুত্র তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ আলাউদ্দিন মিয়া (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিছবাহ উদ্দিন ভূইয়া ও বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল।
×