ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রমজীবী শিশুদের জন্য হেলথ্ ক্যাম্প

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ জুলাই ২০১৮

শ্রমজীবী শিশুদের জন্য হেলথ্ ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ জুলাই ॥ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রমজীবী শিশুদের জন্য হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন ইউএইচও ডাঃ মোহাম্মদ আমজাদুল হক। এ সময় আরএমও ডাঃ মোঃ জাহিদুর রহমান, ভার্কের প্রশিক্ষণ ও যোগাযোগ সেকশনের পরিচালক সুভাষ চন্দ্র সাহা, প্রজেক্ট ম্যানেজার বাবুল মোড়লসহ হাসপাতালের অন্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমজীবী শিশুরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থভাবে জীবন-যাপন করার জন্যই হেলথ্ ক্যাম্পের আয়োজন করা হয়। এ হেলথ্ ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩শ’ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং হাসপাতাল থেকে ওষুধ প্রদান করা হবে। আইসিটি প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৪ জুলাই ॥ মঙ্গরবার বিকেলে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের তিন দিনব্যাপী আইসিটি বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সদর উপজেলার ৪০জন কম্পিউটার শিক্ষক অংশগ্রহণ করেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মালা রানীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। সদর উপজেলা পরিষদ মাগুরার আয়োজনে এবং উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় এই প্রশিক্ষণ ২২ জুলাই শুরু হয়েছিল।
×