ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন আজ

প্রকাশিত: ০৫:৫১, ২৫ জুলাই ২০১৮

কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন আজ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চার স্তরের নিরাপত্তাসহ ব্যবস্থাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণের ব্যালট পেপার, সিল, প্যাডসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। উলিপুর উপজেলা নির্বাচন অফিস থেকে এসব সরঞ্জামাদি প্রিসাইডিং অফিসারদের কাছে বিতরণ করেন রির্টানিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন। প্রিসাইডিং অফিসারগণ নির্বাচনী সামগ্রীসহ প্রয়োজনীয় পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে অবস্থান করছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। গত ১০ মে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে শূন্য হয় কুড়িগ্রাম-৩ আসন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মতিন ও জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী প্রাইম সনিক গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার। আসনটি উলিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৯টি, গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৬৯টি। ভোটগ্রহণ নির্বিঘœ করতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি ১৩ প্লাটুন, র‌্যাবের ৪০টি টিমসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
×