ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুসহ দুই জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ জুলাই ২০১৮

বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুসহ দুই জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ জুলাই ॥ ফরিদপুরে পৃথক ঘটনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে চার বছরের শিশু ও এক অর্নাস পরীক্ষার্থী। এর মধ্যে সোমবার বেলা ১১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মিয়াপাড়া সড়ক এলাকায় নিজ বাড়িতে মারা যায় চার বছরের শিশু শাহাদত ফকির। শিশুটি ওই এলাকার বাসিন্দা অটোবাইক চালক লিটন ফকিরের ছেলে। জানা গেছে, মিয়া পাড়া সড়কের গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় সংলগ্ন একটি টিনের ঘরে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন লিটন ফকির। ঘটনার সময় শিশুটি বাড়িতে একাই ছিল। শিশুটির মা পাশের বাসায় একটি কাজে গিয়েছিলেন। বেলা ১১টার দিকে শিশুটির মা বাড়িতে এসে দেখতে পায় ঘরের টিনের বেড়ার সঙ্গে শাহাদাতের মাথা আটকে আছে। তিনি শাহাদাতকে ধরতে গিয়ে নিজেও বিদ্যুতস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করেন। মা বেঁচে গেলেও মারা যায় শিশু শাহাদাত। এছাড়াও শনিবার রাতে মোবাইলে চার্জ দিতে গিয়ে মারা গেছে রাজেন্দ্র কলেজের অর্নাস পরীক্ষার্থী নাদির আহম্মেদ (১৭)। সে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের শ্যামপুর গ্রামের দেলোয়ার আহম্মেদের পুত্র। চট্টগ্রামে সিএমপির গোয়েন্দা কার্যালয়ে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা কার্যালয়ের একটি কক্ষে সংঘটিত অগ্নিকা-ে কিছু কাগজপত্র এবং জ্যাকেট পুড়ে গেছে। সোমবার বেলা ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। জানা গেছে, বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে ওয়াইফাই রাউটারের সার্কিটে আগুন লাগে। সকেট অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি গাড়ি অকুস্থলে ছুটে যায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
×