ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ০৬:৩১, ২৪ জুলাই ২০১৮

মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেছে ৫৬ বিজিবি। সোমবার সকাল ১০টার দিকে জেলা সদরের দাড়োয়ানীতে ওই বিজিবির সদর দফতরে বিভিন্ন প্রজাতির ৩০০ গাছের চারা রোপণ করা হয়। ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদের নেতৃত্বে ওই বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিজিবি ঠাকুরগাঁও হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ ফজল-ই-ইলাহী ও ৫৬ বিজিবির সদর দফতরে উপস্থিত সব স্তরের সদস্য। কাজী আবুল কালাম আজাদ জানান, বৃক্ষরোপণ ও মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার ব্যাটালিয়নের সদর দফতরে বিভিন্ন প্রজাতির ৩০০ গাছের চারা রোপণ করা হয়। ব্যাটালিয়নের অধীন ১৭টি বিওপির প্রত্যেকটিতে ২০০টি করে গাছের চারা রোপণ করা হয়েছে। ভাতার কার্ড বিতরণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ জুলাই ॥ মধুখালীতে দুস্থ ও অসহায় ১৫১ জনের মধ্যে বিভিন্ন ধরনের ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সরকারের বিশেষ অনুদান প্রকল্পের আওতায় ১৫১ জনের মধ্যে প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়। কার্ড বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্লা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক, কামালদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ইমদাদুল হক, পৌর আওয়ামী লীগের আলি হোসেন জোয়াদ্দার প্রমুখ।
×