ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫০ বছর পর পাওয়া গেল

প্রকাশিত: ০৪:৩৮, ২৩ জুলাই ২০১৮

৫০ বছর পর পাওয়া গেল

ভারতীয় এক সেনার মৃতদেহ হিমালয়ের হিমবাহে পাওয়া গেছে। এক পর্বতারোহী দল জানিয়েছে, মারা যাওয়ার ৫০ বছর পর মৃতদেহটি হিমায়িত হয়ে অবিকল অবস্থায় রয়েছে। ১৯৬৮ সালের ফেব্রুয়ারিতে সোভিয়েত ইউনিয়নের বানানো এ্যান্তেনিওভ এ্যান-১২ পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়। হিমালয়ের পর্বতমালার প্রায় ৫,৫০০ মিটার (১৮,০০০ ফুট) উচ্চতায় মৃতদেহটি পাওয়া যায়। ভারতীয় বিমান বাহিনীর টারবোপ্রপ বিমানটি ১০২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছিল। যাদের মধ্যে ৯৮ জনই সৈন্য ছিল -এএফপি
×