ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেট বোর্ডে পাসের হার কমেছে, জিপিএ-৫ বেড়েছে

প্রকাশিত: ০৪:৩৩, ২০ জুলাই ২০১৮

সিলেট বোর্ডে পাসের হার কমেছে, জিপিএ-৫ বেড়েছে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৮শ’ ৭৩ জন । পাসের হারের ক্ষেত্রে সিলেটের মেয়েরা এগিয়ে থাকলেও মোট জিপিএ-৫ এর ক্ষেত্রে এগিয়ে রয়েছে ছেলেরা। ৫৩৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। আর ছাত্রীদের মধ্যে পেয়েছে ৩শ’ ৩৪ জন, শতকরা ১ দশমিক ২৩ ভাগ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি। এই বিভাগে মোট পাসের হার ৮৩ দশমিক ১৬। এই বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার ১শ’ ৪৫ জন। এদের মধ্যে ছাত্র ৬ হাজার ২শ’ ৯৯ জন, আর ছাত্রী ৫ হাজার ৮শ’ ৪৬ জন। ছাত্রদের মধ্যে পাস করেছে মোট ৫ হাজার ১শ’ ৮৭ জন। ছাত্রীদের মধ্যে মোট ৪ হাজার ৯শ’ ১৩ জন । সিলেট শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে। এদিকে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে। বিগত ১২ বছরের মধ্যে এবারই সিলেটে পাসের হার সবচেয়ে কম। এবছর সিলেটে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন শিক্ষার্থী।
×