ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন গ্রহণযোগ্য নয় -নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩০, ১৯ জুলাই ২০১৮

গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন গ্রহণযোগ্য নয় -নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ জুলাই ॥ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ২০১৩ সালে গার্মেন্টস শ্রমিকদের জন্য যে বেতন কাঠামো ৫ হাজার টাকা করা হয়েছিল সেটি কোনভাবেই বর্তমানে গ্রহণযোগ্য নয়। সে সময়ের তুলনায় বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সরকারও সকল সরকারী চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করেছে। দেশের সকল দিক বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের বেতনও বৃদ্ধি করা উচিত। বুধবার বেলা ১১টায় মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সংগঠনের ডাকা আন্দোলন প্রসঙ্গে আরও বলেন, সরকার, মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে বসে আলোচনা করে একটি বেতন কাঠামো নির্ধারণ করবে। খেলাধূলার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার শাসনামলে আমাদের দেশ খেলাধুলায় বিগত দিনের তুলনায় অনেক উন্নতি সাধন করেছে। ছেলে খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে এ দেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে। পড়ালেখার পাশাপাশি ছেলে-মেয়ের খেলাধুলা করার সুযোগ দিতে হবে। খেলাধুলা করলে মনমানসিকতা ভাল থাকে। ছেলে-মেয়েরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকবে তখন তারা কোন অসামাজিক কর্মকা-ে লিপ্ত হবে না, মাদকের নেশায় লিপ্ত হবে না, জঙ্গীবাদের সঙ্গে যুক্ত হবে না।
×