ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বে-মেয়াদী এজ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

প্রকাশিত: ০৪:৪২, ১৮ জুলাই ২০১৮

বে-মেয়াদী এজ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড এজ বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং সব বিনিয়োগকারীদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থক, ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে এজ এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার ডেল্টা লাইফের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এক উদ্যোক্তা ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা ডাঃ সাদিকুর রহমান মালিক তার কাছে থাকা ২ লাখ শেয়ারের মধ্যে ১ লাখ ৯৯ হাজার ৯০০টি শেয়ার বিক্রি করবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তাকে ব্লক মার্কেটে শেয়ারগুলো বিক্রি সম্পন্ন করতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×