ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লন্ডনে বই লিট সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৫৪, ১৭ জুলাই ২০১৮

লন্ডনে বই লিট সেমিনার অনুষ্ঠিত

সংস্কৃতি ডেস্ক ॥ ‘পূর্ব প্রজন্মের ঐতিহ্যেকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার মাধ্যমেই আমরা দূর করতে পারি জাতি সত্তার সংকট, করতে পারি আদর্শ জাতি সত্তার বিনির্মাণ। তা নাহলে আমাদের নতুন প্রজন্ম তাদের গর্ব ও অহংকারের স্মৃতি খুঁজে পাবে না। তাদের চিন্তার জগত বদলে যাবে। ‘মেমোরি এ্যান্ড আইডেন্টিটি’ শীর্ষক সেমিনারে একথা বলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। রবিবার ইস্ট লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এ সেমিনারে তিনি আরও বলেন, প্রতিটি প্রজন্মের কাছে সময়ের একটি দাবি থাকে। আর সে দাবিটি হলো ইতিহাসের অন্তরাল থেকে গৌরবের ও ঐতিহ্যের স্মৃতিগুলেকে তুলে এনে নতুনদের কাছে তা তুলে ধরা। তাদের জানানো জাতির গৌরব গাঁথা। যদি তাই করা হয় তাহলে বাঙালী সংস্কৃতি ভালবাসতে আমাদের সন্তানদের ওপর আর বল প্রয়োগ করতে হবে না। ঐতিহ্যের অনুসন্ধানে যেয়ে তারা নিজেরাই নিজেদের প্রয়োজনে করে নেবে শিকড়ের সন্ধান। বিশ্ব সাহিত্য কেন্দ্র লন্ডন চ্যাপ্টারের চেয়ারম্যান শামীম আজাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ আন্তর্জাতিক সেমিনারে আবহমানকাল ধরে অবিভাসীদের অস্তিত্বের সংগ্রাম, অধিকার আদায়ের স্মৃতি, দ্বন্দ্ব সন্দিগ্ধ আত্মপরিচয়, নতুন জাতি সত্তায় ব্যক্তির নিজেকে সংযুক্ত করার স্পৃহা ও প্রতিস্পর্ধা, প্রজন্মের মধ্যকার সংকট ও তার উত্তোরণের ওপর ব্রিটিশ ও বাংলাদেশী কবি, লেখক, নাট্যকার, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও অর্থনীতিবিদরা বিশদ আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তী একাত্তর, পঁচাত্তর ও নব্বইয়ের সামাজিক উন্মাতাল সময়ে আমাদের সংকট, জাতি সত্তায় তার সক্রীয় প্রভাব এবং নাট্য আন্দোলনের ভূমিকা নিয়ে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেন। অনুষ্ঠানটি শুরু হয় ‘আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা’ সমবেত সঙ্গীত দিয়ে। এছাড়াও বিশ্ব সাহিত্য কেন্দ্রের শিল্পীরা বিভিন্ন পর্বের শুরুতে লালন ও বাউল গান পরিবেশন করেন।
×