ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাংক পরিচালকদের শেয়ার কেনার হার বেড়েছে

প্রকাশিত: ০৪:৪৭, ১৭ জুলাই ২০১৮

ব্যাংক পরিচালকদের শেয়ার কেনার হার বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকের উদ্যোক্তা/পরিচালকেরা নিজেদের ব্যাংকের শেয়ার কিনছেন। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোক্তা/ পরিচালকেরা। শেয়ার দর কম হওয়ার কারণে ব্যাংকের উদ্যোক্তা/পরিচালকেরা বাজার থেকে শেয়ার কিনে নিচ্ছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। গত ১ মাসে ৯টি বেসরকারী ব্যাংকের উদ্যোক্তা/পরিচালকেরা শেয়ার ক্রয় করে নিজেদের শেয়ার ধারণের পরিমাণ বাড়িয়েছেন। আর ৩টি ব্যাংকের উদ্যোক্তা/পরিচালকেরা শেয়ার বিক্রয় করেছেন এবং বাকি ১৭টি ব্যাংকের উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার ধারণ অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, আনুপাতিক হারে ব্যাংকের শেয়ার অনেক কম দরে অবস্থান করছে। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ব্যাংকের উদ্যোক্তা/ পরিচালকেরা। যা শেয়ারবাজারের জন্য ইতিবাচক এবং ভাল লক্ষণ। তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংক খাতে ঋণ জটিলতায় দুরবস্থা থাকলেও তা কেটে যাবে। তখন ব্যাংকগুলোর ব্যবসায় উন্নতি হবে এবং শেয়ার দর বাড়বে। যেটা উদ্যোক্তা/পরিচালকেরা বুঝতে পেরে শেয়ার কিনে নিচ্ছেন। এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব হোসেন মজুমদার বলেন, ব্যাংকগুলো থেকে প্রতিবছর লভ্যাংশ আশা করা যায়। এই খাতটির শেয়ারে বিনিয়োগও অনেকাংশে ঝুঁকিমুক্ত। অথচ তুলনামূলক ব্যাংকের শেয়ার দর অনেক কমে অবস্থান করছে। আর সেই সুযোগে উদ্যোক্তা/পরিচালকেরা ব্যাংকে শেয়ার ধারণ বাড়াচ্ছেন বলে মনে করেন তিনি। ডিএসইর ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত মে মাসের তুলনায় জুন মাস শেষে ব্যাংকের পরিচালক ও উদ্যোক্তাদের শেয়ার ধারণ বেড়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মে মাসের শেষে পরিচালকদের শেয়ার ছিল ৩০.৩৭ শতাংশ, জুন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫.২২ শতাংশ। অর্থাৎ এক মাসে ব্যাংকটির পরিচালকদের শেয়ার ধারণ বেড়েছে ৪.৮৫ শতাংশ। ন্যাশনাল ব্যাংকে ২৭.৯৫ শতাংশ থেকে বেড়ে ৩২.১৮ শতাংশ। শাহজালাল ইসলামী ব্যাংকে ৪২.৬২ শতাংশ থেকে ৪৬.১৩ শতাংশ, যমুনা ব্যাংকে ৫০.২৪ শতাংশ থেকে ৫০.৩৯, ব্যাংক এশিয়া ৫১.৬৫ থেকে ৫১.৭৭, আল আরাফাহ ইসলামী ব্যাংক ৪১.৬৩ থেকে ৪১.৬৮, এমটিবিতে ৩৭.০৪ থেকে ৩৭.০৯ শতাংশ, ইউসিবি ৩৬.৬৪ থেকে ৩৬.৬৭ শতাংশ, সাউথ ইস্ট ব্যাংকে ৩২.৪২ থেকে ৩২.৪৪ ও মার্কেন্টাইল ব্যাংকে ৩৯.৬৭ থেকে ৩৯.৬৯ শতাংশ দাঁড়িয়েছে। তালিকাভুক্ত অপর ব্যাংকগুলোতে পরিচালক ও উদ্যোক্তাদের শেয়ার ধারণ তথ্য অপরিবর্তিত রয়েছে।
×