ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বহুমাত্রিকতায় ঈশ্বর নিবেদন

প্রকাশিত: ০৪:২৫, ১৬ জুলাই ২০১৮

  রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বহুমাত্রিকতায় ঈশ্বর নিবেদন

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্র ভাবাদর্শে অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন খামখেয়ালি সভার ৫১তম আড্ডা হয় রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে কণ্ঠশীলন কার্যালয়ে। এতে উপস্থাপিত হয় রবীন্দ্রনাথের গীতাঞ্জলি : বহুমাত্রিকতায় ঈশ্বর নিবেদন শীর্ষক প্রবন্ধের ওপর আলোচনা। আড্ডায় প্রবন্ধ উপস্থাপন করেন সভার সদস্য হাসান সালেহ্ জয়। আলোচক ছিলেন গবেষক-প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। আড্ডা সঞ্চালনা করেন খামখেয়ালি সভার সভাপতি মাহমুদ হাশিম। আড্ডায় উঠে আসে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কোনভাবেই ধর্মীয় কবিতার সংকলন নয়। কবির ঐশী চেতনার সঙ্গে গভীর মানবিকবোধ গীতাঞ্জলির মর্মকথা। বাংলা, ইংরেজি (সং অফারিংস) উভয় গীতাঞ্জলিতেই রয়েছে অধ্যাত্মবোধের সঙ্গে মানব-মঙ্গল এবং মানুষে মানুষে প্রীতি ও সৌহার্দ্যবোধের বাণী। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রনাথের গান কবিতার যুগলবন্দিতে ছিলেন শিল্পী মকবুল হোসেন ও আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান খান। শিল্পীরা আমার মাথা নত করে দাও হে, আমার এই পথ চাওয়াতে আনন্দ, তুমি একটু শুধু বসতে দিও, হার মানা হার পরাবো তোমার গলে, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, কে বসিল হৃদয়াসনে, অন্তর মম বিকশিত করো, অপমানিত, পায়ের চলার পথসহ বেশ কিছু গান-কবিতা পরিবেশন করেন। তবলায় ছিলেন শিল্পী পিনুসেন দাস। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সঙ্গীতজ্ঞ ও রবীন্দ্র-নজরুল গবেষক অধ্যাপক করুণাময় গোস্বামীর প্রথম প্রয়াণ-বার্ষিকী উপলক্ষে তার পুণ্যস্মৃতির প্রতি শ্রদ্ধা জানান খামখেয়ালি সভা।
×