ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড ১১ হাজার ৩০৬ মেও

প্রকাশিত: ০৭:৫৪, ১৫ জুলাই ২০১৮

বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড ১১ হাজার ৩০৬ মেও

স্টাফ রিপোর্টার ॥ দেশে বিদ্যুত উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে। মাত্র চার দিনের ব্যবধানে দেশের বিদ্যুত উৎপাদন ৯৬ মেগাওয়াট বেড়ে ১১ হাজার ৩০৬ মেগাওয়াটে দাঁড়িয়েছে। এর আগে গত বুধবার দেশে সর্বোচ্চ ১১ হাজার ২১০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হয়েছিল। বিদ্যুত উন্নয়ন বোর্ড-পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী শনিবার রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান। জানা যায়, এরও আগে এই বছরের ১৯ মার্চ বিদ্যুত উৎপাদন হয় ১০ হাজার ৮৪ মেগাওয়াট। এছাড়া গত বছর সর্বোচ্চ ৯ হাজার ৭০৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হয়েছে। পিডিবি জানায়, বিদ্যুত উৎপাদনে সর্বোচ্চ গ্যাস সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্রও চালু রাখা হয়েছে। এতে বিদ্যুত উৎপাদন বেড়েছে। এখন সন্ধ্যায় সর্বোচ্চ যে চাহিদা তৈরি হচ্ছে তার প্রেক্ষিতে বিদ্যুত উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। পিডিবির হিসেবে দেশের কোথাও বিদ্যুতের সংকট নেই। তবে কোন কোন এলাকায় সঞ্চালন এবং বিতরণ লাইনের কারণে গ্রাহক কিছু ভোগান্তির শিকার হচ্ছে।
×