ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আজ পর্দা নামছে বিশ্বকাপের

প্রকাশিত: ০৫:৫০, ১৫ জুলাই ২০১৮

 আজ পর্দা নামছে বিশ্বকাপের

স্পোর্টস রিপোর্টার ॥ ৩২ দলকে নিয়ে শুরু হয়েছিল ৩১ দিন আগে ২১তম বিশ্বকাপ আসর। রাশিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ৬৩ ম্যাচ হয়েছে, এর মধ্যে টিকে গেছে মাত্র দুটি দল। আজ ৩২তম দিনে অবশেষে যে শিরোপা দখলের জন্য দলগুলো খেলেছেন, মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে লড়াই হবে ফ্রান্স-ক্রোয়েশিয়ার মধ্যে। শুরু যেখানে, শেষও সেখানে। দারুণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করা বিশ্বকাপের পর্দা নামবে আজই। এই ফাইনাল লড়াইয়ে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। অতিথি হিসেবে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রেবারসহ মোট ১০টি দেশের প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন। আরও কয়েকটি দেশের সরকার পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকেও দেখা যাবে। কিংবদন্তি সাবেক ফুটবলারদেরও মেলা থাকবে। মাত্র ৩০ মিনিটের সমাপনী উৎসবেও থাকবে নাচ-গানে ভরপুর রাশিয়ান সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ। আজ ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের ২১তম আসরের। থাকবে সমাপনী অনুষ্ঠানও। লুঝনিকি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান মাতাবেন আমেরিকার মেগাস্টার উইল স্মিথ। যুক্তরাষ্ট্রের এই অভিনেতা ও র‌্যাপার বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লিভ ইট আপ’ গাইবেন। তার সঙ্গে গাইবেন যুক্তরাষ্ট্রের আরেক শিল্পী নিকি জ্যাম এবং কসোভোর গায়ক ও গীতিকার ইরা ইস্তোরেফি। স্মিথ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও ছিলেন। এবার সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন ইংল্যান্ডের গ্লোবাল মিউজিক আইকন রবি উইলিয়ামস। অবশ্য তিনি বিতর্কিতও হন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার এক পর্যায়ে ক্যামেরার দিকে তিনি মধ্যমা আঙ্গুল প্রদর্শন করেন। তিনি থাকছেন না সমাপনী অনুষ্ঠানে। তবে এখন রাশিয়ান এবং বিভিন্ন দেশ থেকে আগত ফুটবল পিপাসুদের ঢল নেমেছে লুঝনিকিতে। তবে উৎসব আছে শহরের বিভিন্ন জায়গাতেও। ক্রেমলিন, রেড স্কয়ারের মতো জায়গাগুলোতে ভিড় জমাচ্ছেন ফুটবলভক্তরা। বিশ্বকাপ এখন শেষ বাঁশির অপেক্ষায়, তাই শেষ আমেজটুকু উপভোগ করছেন স্থানীয় ও বিভিন্ন দেশ থেকে খেলা দেখতে আসা ফুটবলভক্তরা। পুরো মাস জুড়ে চলা ফুটবল মেলা ক্ষান্ত হবার আগে পুরোটা মন ভরে উপভোগ করতে চান রাশিয়ানরা। তারা মনে করেন রাশিয়ার জন্য এটা অনেক বড় একটা আসর। বিভিন্ন দেশের অতিথিদের আতিথেয়তা দিয়েও তারা গর্বিত। সফলভাবে কোন ধরনের বড় রকমের বিতর্কিত বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন শেষ করতে চলেছে রাশিয়া। ১১ শহরের ১২ ভেন্যুতে মোট ৩২ দিনে ৬৪ ম্যাচের পর শেষ হচ্ছে বিশ্বকাপ। ফরাসী সমর্থকদের সংখ্যা অনেক বেশি শুরু থেকেই, কিন্তু ক্রোয়েশিয়া ফাইনালে ওঠার পর তাদের দেশের প্রচুর লোক সমাগম ঘটেছে রাশিয়াতে। পুরো আসরেই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল ক্রোয়েশিয়ার নারী প্রেসিডেন্ট কলিন্দা। তিনি ফাইনালেও থাকছেন। এছাড়া ক্রেমলিন থেকে জানা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও উপভোগ করবেন ফাইনাল। এছাড়া চিরাচরিত নিয়মেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখ নিমন্ত্রণ পেয়েছেন। তার থাকার বিষয়টি সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। চার বছর আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালেও উপস্থিত ছিলেন আইওসি সভাপতি বাখ। এছাড়া সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে রাশিয়া সফর করবেন উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং ডিপিআর’কে ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি রি রিয়ং ন্যাম। দেশটির দূতাবাস একথা জানিয়েছে। এছাড়া ফ্রান্স, হাঙ্গেরি, গ্যাবন, ফিলিস্তিন, সুদান, মলদোভা ও কাতারের সরকার প্রধানের উপস্থিত থাকার কথা রয়েছে। আর এ কারণেই নতুন করে লুঝনিকি স্টেডিয়ামে রংয়ের ছোপ পড়েছে, সেজেছে বর্ণিল সাজে। উদ্বোধনী অনুষ্ঠানে যেভাবে রাশিয়ার ইতিহাস-ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছিল অনেকটা সে আদলেই সাজানো হচ্ছে সমাপনী অনুষ্ঠান। আধুনিক প্রযুক্তি এবং রাশিয়ার সমাজ, সংস্কৃতি ও রূপকথার সমাহার থাকবে সমাপনী উৎসবে। থাকবে শারীরিক কসরত, আতশবাজি, ডিজিটাল ডিসপ্লের মনোমুগ্ধকর আবেশ।
×