ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৮.৬ শতাংশ

প্রকাশিত: ০৫:০৭, ১৫ জুলাই ২০১৮

ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৮.৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমলেও লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৮.৬৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৪ হাজার ৮৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ৩ হাজার ৫৭ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৭৯৩ কোটি টাকা বা ৫৮.৬৮ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ দশমিক ৭৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৭৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৫৯ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৬ শতাংশ বা ৩.৩৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই-৩০ সূচক কমেছে ১ দশমিক ২ শতাংশ বা ১৯ দশমিক ৬৮ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৪৮ শতাংশ বা ৬ দশমিক ৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টি কোম্পানির। আর দর কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৫৮ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে দশমিক ৫ শতাংশ। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বসুন্ধরা পেপার, বিবিএস কেবল, রতনপুর স্টিল মিল, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, প্যাসিফিক ডেনিম, এক্সিম ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, প্যারামাউন্ট টেক্সটাইল ও মুন্নু সিরামিক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : পেনিনসুলা চট্টগ্রাম, লিগ্যাসি ফুটওয়্যার, আনোয়ার গ্যালভানাইজিং, ড্রাগন সোয়েটার, কনফিডেন্স সিমেন্ট, এইচ আর টেক্সটাইল, সায়হাম কটন, সিনোবাংলা, বেঙ্গল উইন্ডসর ও কেডিএস এক্সেসরিজ । দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বিডি অটোকার, লিব্রা ইনফিউশন, এএমসিএল (প্রাণ), বসুন্ধরা পেপার, পদ্মা লাইফ, ওয়াতা কেমিক্যাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আজিজ পাইপ ও রেনউইক যজ্ঞেশ্বর।
×