ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উত্তর আয়ারল্যান্ডে

সিনফেনের দুই নেতার বাড়িতে বোমা হামলা

প্রকাশিত: ০৪:৫৪, ১৫ জুলাই ২০১৮

সিনফেনের দুই নেতার বাড়িতে বোমা হামলা

বেলফাস্টে সিনফেনের সাবেক নেতা জেরি এডামস ও সহযোগী রিপাবলিকান ব্যক্তিত্ব ববি স্টোরির বাড়িতে শুক্রবার রাতে বোমা হামলা হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের এ বিশিষ্ট রিপাবলিকান নেতাদের ওপর হামলাকে সিনফেন তিরস্কারযোগ্য ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে। পুলিশ সার্ভিস অব নরদার্ন আয়ারল্যান্ড (পিএসএনআই) ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, বেলফাস্টের পশ্চিমাঞ্চলে দুটি বাড়িতে বোমাবর্ষণের ঘটনা ঘটেছে যদিও পুলিশ কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি। খবর গার্ডিয়ান অনলাইনের। সিনফেনের নীতি নির্ধারণ ও বিচার বিষয়ক মুখপাত্র গেরি কেলি জেরি এডামস ও ববি স্টোরির বাড়িতে বোমা হামলাকে তিরস্কারযোগ্য ও কাপুরুষোচিত ঘটনা বলে নিন্দা করেছেন। তিনি শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘আমি শান্তির আবেদন জানাই। এ হামলা ক্রমবর্ধমানভাবে বেপরোয়া ও অপ্রাসঙ্গিক গ্রুপগুলোর কাজ। নর্থ বেলফাস্টের এমএলএ নেতা বলেন, জেরি এডামস ও ববি স্টোরির পারিবারিক বাড়ির ওপর এ হামলা সমালোচনার যোগ্য। হামলার কয়েক মিনিট আগে এডামের নাত-নাতিরা বাইরে ছিলেন। এডামস বলেছেন, ঘটনায় কেউ আহত হননি। কিন্তু সিনফেন বলেছে, বোমায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
×