ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাকাতের হামলা ॥ দুই ডাক্তার ও চালক আহত

প্রকাশিত: ০৪:৩০, ১৪ জুলাই ২০১৮

ডাকাতের হামলা ॥  দুই ডাক্তার ও  চালক আহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ার চর বাউশিয়ায় ডাকাতের হামলায় বাংলাদেশ ডেন্টাল এ্যাসোসিয়েশনের মহাসচিবসহ তিন জন আহত হয়েছেন। আহতরা হলেন বাংলাদেশ ডেন্টাল এ্যাসোসিয়েশনের মহাসচিব ও সোহরাওয়ার্দী হাসপাতালের ডেন্টাল ইউনিটের প্রধান ডাঃ হুমায়ুন কবির বুলবুল, তার ভাই ডাঃ মাহাবুব ও ড্রাইভার। এদের মধ্যে ডাঃ হুমায়ুন কবির বুলবুলকে গুরুতর আহতাবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের ছুরির আঘাতে তার ডান হাতের একাধিক রগ কেটে গেছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল তাদের সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল, স্বর্ণসহ সবকিছু লুটে নেয়। জানা যায়, স্ত্রী, কন্যা, ভাইসহ ডাঃ বুলবুল গ্রামের বাড়ি ফেনী যাচ্ছিল। পথিমধ্যে গজারিয়ার চর বাউশিয়ায় পৌঁছালে একদল ডাকাত তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতদের উপর্যুপরি ছুরির আঘাতে ডাঃ বুলবুল, ডাঃ মাহাবুব ও তাদের ড্রাইভার আহত হন। পরে খবর পেয়ে পুলিশ আসলে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের প্রথমে ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।
×