ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রুপ সেরা হয়ে সেমিতে সালমারা

প্রকাশিত: ০৯:২৯, ১১ জুলাই ২০১৮

গ্রুপ সেরা হয়ে সেমিতে সালমারা

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বুধবার ইউট্রেখটে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাত মহিলা দলকে ৮ উইকেটে হারিয়ে দেয় সালমা খাতুনের দল। ৩ ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি ফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা। আজই এমস্টিলভিনে ফাইনালে ওঠার লড়াইয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ স্কটল্যান্ড মহিলা দলের বিপক্ষে মাঠে নামবে সালমারা। উল্লেখ্য, ফাইনালিস্ট দুটি দলই আগামী নবেম্বরে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বুধবার টস জিতে আগে আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ফাহিমা খাতুন ও রুমানা আহমেদর লেগস্পিনে ১৬.২ ওভারে মাত্র ৩৯ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। ওপেনার ইশা রোহিত সর্বোচ্চ ১৮ রান করেন ৩৫ বলে। এছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেনি। ফাহিমা ৪ ওভারে ৮ রান দিয়ে ৪টি, নাহিদা আখতার ২ রানে ২টি ও রুমানা ৪ রানে ২টি উইকেট নেন। জবাবে মাত্র ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ মহিলা দল। নিগার সুলতানা ২২ বলে ৩ চারে ২১ রান করে অপরাজিত থাকেন। সানজিদা ইসলাম ৯ বলে ৩ চারে ১৫ রানে সাজঘরে ফেরেন। টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় হন ফাহিমা।
×