ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৪, ১১ জুলাই ২০১৮

ফরিদপুরে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১০ জুলাই ॥ পুকুরের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলা মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো দক্ষিণ টেপাখোলা মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী লোকমান মৃধার মেয়ে তাবাসুন ওরফে রেশমা (৭) এবং একই এলাকার বাসিন্দা মুদি ব্যবসায়ী জাকির মৃধার ছেলে সাফায়েত মৃধা (৫)। দুই বোন ও এক ভায়ের মধ্যে তাবাসুন মেঝো। সে কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। অপরদিকে এক ভাই ও এক বোনের মধ্যে সাফায়েত ছোট। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানা যায়, দুই শিশু বাড়ির পাশে সালাম মৃধার পুকুরপারে খেলা করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা দুজন তড়িঘড়ি বাড়িতে আসার জন্য দৌড় দিলে দুজনই সালাম মৃধার পুকুরের পানিতে পড়ে যায়। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার বাসিন্দা বাবু মাতুব্বরের ছয় বছরের শিশুকন্যা শান্তা খানম মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে। জানা গেছে, উত্তর গেরাকুল মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী শান্তা খানম মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পুকুরে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পুকুর থেকে শান্তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
×