ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ড সৈকত যেন মৃত্যুফাঁদ ॥ ১৫ দিনে ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:২৮, ১০ জুলাই ২০১৮

সীতাকুণ্ড সৈকত যেন মৃত্যুফাঁদ ॥ ১৫ দিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রাম অফিস/নিজস্ব সংবাদদাতা,সীতাকুণ্ড ॥ চট্টগ্রামের সীতাকু-ের বিচ পর্যটন কেন্দ্র না মৃত্যু ফাঁদ? অননুমোদিতভাবে তৈরি করা এই পর্যটন স্পটে ঘটছে প্রাণহানির ঘটনা। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা গোসল করতে নেমে নিখোঁজ হচ্ছে। স্থানীয় এলাকাবাসীর প্রশ্ন- প্রশাসন কি এই বিচ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করবে, নাকি এভাবে একের পর দুর্ঘটনা ঘটার সুযোগ রেখে দেবে। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধি বিচটি লাল ফ্লাগ ও বিলবোর্ড দিয়ে বন্ধ ঘোষণা করলেও তদারকি না থাকায় মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে। সীতাকুন্ড উপজেলা নিবাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, এটা সরকারীভাবে স্বীকৃতি পাওয়া কোন বিচ নয়। তারপরও দুর্ঘটনা ঘটার আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সতর্কতামূলক বিলবোর্ড দিয়ে বিচ বন্ধের বিষয়টি অবগত করেছি। সমুদ্রের পানিতে কতটুকু গেলে বিপদজনক তা লাল ফ্লাগ দিয়ে পর্যটকদের না যাওয়ার জন্য সঙ্কেত দিয়েছি। এরপরও কেউ যদি সাগরে গোসল করতে নেমে তলিয়ে যায়, তা অনাকাক্সিক্ষত ও দুঃখজনক। গত ১৫ দিনে এই বাঁশবাড়িয়া অবৈধ বিচে সাগরে গোসল করতে নেমে ৫জন তলিয়ে যায়। পরে সরকারী বিভিন্ন সংস্থার সহযোগিতায় আমরা মৃতদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। গত ৬ জুলাই শুক্রবার চট্টগ্রামের মোমিন রোড জামালখান এলাকা থেকে পরিবারসহ ২৩ সদস্যর একটি পর্যটক দল বেলা আড়াইটার দিকে সীতাকু-ের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। এসময় তারা সাগর পাড়ে খাওয়া শেষে ঘোরাফেরা শুরু করেন। বিকেলে এক পর্যায়ে সাইফুল ইসলাম, আলাউদ্দিন ও ইয়াছিন গোসল করতে উত্তাল সমুদ্রে নেমে যান। এসময় ভাটার টানে তিনজনই সাগরে তলিয়ে যান। নিখোঁজ ৩ পর্যটকরা হলেন- চট্টগ্রাম আগ্রাবাদ কোতোয়ালি থানার জামালখান ঝাউতলা এলাকার কুদ্দুসের পুত্র সাইফুল ইসলাম (২৫), চাঁদপুর জেলার কচুয়া থানার পাশা এলাকার তাজুল ইসলামের পুত্র আলাউদ্দিন (২৬) এবং একই জেলার শাহরাস্তি এলাকার শাহজাহানের পুত্র মোঃ ইয়াছিন (১৮)। নিখোঁজ তিনজনের মধ্যে সাইফুল ইসলাম ও ইয়াছিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মী এবং আলাউদ্দিন নগরীর আন্দকিল্লা এলাকার বিকাশ প্রেসে প্রিন্টিং কাজ করতেন। তিনজনেরই বসবাস ছিল চট্টগ্রামের জামালখান ওয়ার্ডে। এ ঘটনার পরপরেই স্থানীয় লোকজন সাগরে ইঞ্জিনচালিত বোট নিয়ে নিখোঁজ তিনজনকে উদ্ধারে একঘণ্টা ধরে তল্লাশি চালায়। পর্যটক নিখোঁজের খবর পেয়ে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সীতাকু- ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। পরের দিন শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-বাহিনীর কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে এক এক করে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। এর আগে গত ২২ জুন নারায়ণগঞ্জ এলাকা থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে এসে সাগরে গোসল করতে নেমে ৯ পর্যটক উত্তাল সাগরে তলিয়ে যায়। এদের মধ্যে সাতজনকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজের ২৪ ঘণ্টা পর দুই পর্যটকের লাশ উদ্ধার করেন ডুবুরি দল। যাদের উদ্ধার করা হয়েছে তারা হল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শানারপাড় স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাজমুল হাসান ইমন (১৯) ও তারই খালাত ভাই একই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র সাফায়েত হোসেন জনি রাজ (১৬)। ২২ জুন ঘটনার পরপর জেলা প্রশাসন বাঁশবাড়িয়ার এই বিচ বন্ধ করলেও কিছু সুবিধাবাদী লোক তাদের আয় বজায় রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যামে এই বিচের প্রচারণা করে আসছিল। এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নৌ-বাহিনীর লে. হাসিবুল হাসান (অনিক) বলেন, বাঁশবাড়িয়া এলাকার বিচ পর্যটন স্পট হিসেবে সরকারের অনুমোদিত নয়। সেখানে পর্যটক গেলেও কোনভাবেই সাগরে নামতে পারবে না। কারণ যে সমস্ত সাগর উপকূল এলাকায় সমুদ্রে পলিমাটি জমে সেখানে মানুষ নামলে চোরাবালিতে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
×