ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই স্কুলে সততা স্টোর চালু

প্রকাশিত: ০৭:১১, ৪ জুলাই ২০১৮

দুই স্কুলে সততা স্টোর চালু

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ৩ জুলাই ॥ পানছড়ি উপজেলার দুটি বিদ্যালয়ে চালু হয়েছে সততা স্টোর। দুর্নীতি দমন কমিশন (দুদক) পানছড়ি উপজেলা শাখার আর্থিক সহযোগিতায় এটি চালু হয়েছে। উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে সদ্য চালু হওয়া সততা স্টোরের শুভ উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) উপজেলা শাখার সভাপতি বকুল চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ আহাম্মদ। মঙ্গলবার সকাল ১০টায় উল্টাছড়ি ও ১১টায় বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিতা কাটার মাধ্যমে স্টোরের কার্যক্রম চালু হয়। মালিকবিহীন এ স্টোরে থাকবে বিভিন্ন পণ্যাদি, পণ্যাদির দর ও ক্যাশবাক্স। ঘের মালিকের জেল জরিমানা নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৩ জুলাই ॥ মঙ্গলবার দুপুরে এক মাছের ঘের মালিককে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিন জেল অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম জেল প্রদান করা হয়েছে। সরকারী রাস্তা দখল করে মাছের ঘের নির্মাণ, জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি ও রাস্তার ক্ষতি সাধন করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মাগুরাডাঙ্গা-গড়ভাঙ্গা ভায়া পাঁচ বাঁকাবর্শী সড়কে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাছের ঘের মালিক মোদাচ্ছের আলীকে উক্ত জেল ও জরিমানা প্রদান করেন।
×