ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ শতাংশ সুদে ঋণ দেবে আর্থিক প্রতিষ্ঠানগুলো

প্রকাশিত: ০৬:৪৩, ৪ জুলাই ২০১৮

৯ শতাংশ সুদে ঋণ দেবে আর্থিক প্রতিষ্ঠানগুলো

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো সিঙ্গেল ডিজিটে অর্থাৎ নয় শতাংশ সুদে ঋণ দেবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ৩৩টি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন। আগামী দুই-এক মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জানা গেছে, বর্তমানে এনবিএফআইগুলোকে ৯ থেকে ১০ শতাংশ সুদে তহবিল সংগ্রহ করতে হচ্ছে। অন্যদিকে ঋণ দিতে হচ্ছে ১৮ থেকে ১৯ শতাংশ সুদে। বৈঠক শেষে এ বিষয়ে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশে লিজিং এ্যান্ড ফিন্যান্স কোম্পানি এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে আমরা সিঙ্গেল ডিজিট কার্যকর করতে চাই। এজন্য নীতিগত সহায়তার প্রয়োজন ছিল। এটি করতে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক। খলিলুর রহমান বলেন, বেসরকারী ব্যাংকগুলো সরকারী ব্যাংকে ৬ শতাংশ সুদে আমানত পাবে। সেটি আমরা সাড়ে ৬ শতাংশ সুদে পাব বলে আশা করছি। আমরা আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ সাত এবং ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ কার্যকর করবে। এ সময় উপস্থিত ছিলেন- আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মমিনুর ইসলাম এবং ডে লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আলী খান। এর আগে গত জুনে ব্যাংকের আমানত ও ঋণের সুদের হার কমিয়ে আনার সিদ্ধান্তের কথা জানায় বেসরকারী ব্যাংক পরিচালকদের সংগঠন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতারা। তারও আগে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঋণের সুদের হার কমিয়ে আনার নির্দেশনা দেন। তারই আলোকে ঋণের সুদের হার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। ওই ঘোষণার পরপরই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বিএবির নেতারা। এরপর বাংলাদেশ ব্যাংকের গবর্নরের সঙ্গেও দেখা করেন তারা। এ সময় তাদের ঘোষণা অনুযায়ী সুদহার বাস্তবায়নের তাগিদ দেন গবর্নর ফজলে কবির। এছাড়া বেসরকারী ব্যাংকগুলোর মতো সরকারী ব্যাংকগুলোও তাদের সুদহার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
×