ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণদের জন্য প্রশিক্ষণ ও ঋণ সহায়তা চায় এফবিসিসিআই

প্রকাশিত: ০৬:৪২, ৪ জুলাই ২০১৮

তরুণদের জন্য প্রশিক্ষণ ও ঋণ সহায়তা চায় এফবিসিসিআই

স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের জন্য প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেছে এফবিসিসিআই। মঙ্গলবার এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব লোকাল গবর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট এ্যান্ড কোÑঅপারেটিভস-এর এক সভায় এই গুরুত্বারোপ করেন। এ সময় গ্রামীণ উদ্যোক্তাদের পণ্য সংরক্ষণ ও বিপণনে প্রয়োজনীয় সহায়তা বিষয়ে আলোচনা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা। সভায় আলোচকরা দেশের ক্রমবর্ধমান উন্নয়ন কর্মকা-ের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রামীণ অবকাঠামোর সার্বিক উন্নয়নের ওপর জোর দেন। গ্রামপ্রধান বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তারা তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ঋণপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্ব দেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট মৌসুমে যখন বিপুল পরিমাণ ফল ও সবজি উৎপাদন হয় তখন কৃষক যাতে পণ্যের ন্যায্যমূল্য পান সেদিকটি তে নজর দেয়া বিশেষ জরুরী বলে তারা উল্লেখ করেন। বিপুল পরিমাণে উৎপাদিত এসব পণ্যের সর্বোচ্চ সংরক্ষণ এবং বিদেশে রফতানির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা দরকার বলে বক্তাগণ মত প্রকাশ করেন। স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইনচার্জ গাজী গোলাম আশরিয়া সভায় কমিটির ভবিষ্যত কার্যক্রম উপস্থাপন করেন। কমিটির চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম সুমন সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত সদস্যদের আলোচনার প্রেক্ষিতে তিনি এ কমিটির কয়েকটি সাব কমিটি গঠন এবং সাব কমিটিগুলোর সুপারিশের আলোকে ভবিষ্যত কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন। এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুনতাকিম আশরাফ এবং পরিচালক মোঃ আবু নাসের ও হাফেজ হারুণ অর রশিদ আলোচনায় অংশ নেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক হাসানুল ইসলাম এনডিসি এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ সাদেক মৃধা সভায় বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন খাত থেকে আসা কমিটির সদস্যগণ আলোচনায় অংশ নেন।
×