ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ওস্তাদ আশীষ খান ও সঙ্গীতজ্ঞ সিরাজ আলী খানের সরোদে যুগলবন্দী

প্রকাশিত: ০৪:২১, ২ জুলাই ২০১৮

ওস্তাদ আশীষ খান ও সঙ্গীতজ্ঞ সিরাজ আলী খানের সরোদে যুগলবন্দী

স্টাফ রিপোর্টার ॥ মানুষের সুকুমার বৃত্তি জাগিয়ে তোলার জন্য উল্লেখযোগ্য উপাদান সঙ্গীত। আর সঙ্গীতের গভীরে প্রবেশ করতে চাইলে শাস্ত্রীয় সঙ্গীতের অপার ও অপরিসীম সুধা সাগরে প্রবেশ করতেই হবে। এদেশের মাটিতেই জন্মেছেন শাস্ত্রীয় সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আয়াত আলী খাঁ, প-িত উদয় শংকর, পন্ডিত রবি শংকর এবং ওস্তাদ আলী আকবর খাঁর মতো গুণী শিল্পীরা। শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের পুনর্জাগরণ ও বিকাশে সহায়ক ভূমিকা রাখছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর পৌত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ওস্তাদ আশীষ খান এবং প্রপৌত্র সঙ্গীতজ্ঞ সিরাজ আলী খানের যুগলবন্দী সরোদ বাদনে মুগ্ধ হোন উপস্থিত দর্শক শ্রোতারা। শিল্পীদের সঙ্গে তবলা সঙ্গত করে বিপ্লব ভট্টাচার্য এবং তানপুরায় সহযোগিতা করছেন পারভেজ রুবেল। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী আজকের শিল্পীদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ওস্তাদ আলাউদ্দিন খান সঙ্গীত একাডেমি নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এভাবেই প্রয়াত শিল্পীর সৃষ্টিকর্ম পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে। শিল্পী ওস্তাদ আশীষ খান ১৯৩৯ সালের ৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্ববিখ্যাত সরোদ বাদক ওস্তাদ আলী আকবর খান এবং দাদা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। আশীষ খান ৫ বছর বয়সে দাদা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর নিকট সরোদে হাতে খড়ি, পরবর্তীতে পিতা ওস্তাদ আলী আকবর খান ও ফুফু বিখ্যাত সঙ্গীতজ্ঞ অন্যপূর্ণ দেবীর নিকট কণ্ঠ ও যন্ত্রে বীণা এবং রবাবী অন্ধে সঙ্গীতের তালিম নেন। ওস্তাদ আশীষ খান ১৩ বছর বয়সে দাদা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর সঙ্গে অলইন্ডিয়া রেডিও ন্যাশনাল প্রোগ্রাম সরোদে যুগলবন্দী পরিবেশন করে ভূয়সী প্রশংসা লাভ করে। তখন থেকেই তার সঙ্গীত জীবনের পথচলা শুরু হয়। একই বছরে বাবা ও দাদার সঙ্গে কলকাতায় অনুষ্ঠিত তানসেন সঙ্গীত সম্মেলনে ত্রৈয় যন্ত্র সঙ্গীত পরিবেশন করে সমগ্র ভারতবর্ষের নজর কাড়েন। ১৯৬৭ সালে পিতার সঙ্গে আমেরিকার লসএঞ্জেলসে প্রায় ২০ হাজার শ্রোতা দর্শকদের উপস্থিতিতে পিতার সঙ্গে যুগলবন্দী পরিবেশন করে শ্রোতা দর্শকদের বিমোহিত করেন। সিরাজ আলী খান ১৯৮৫ সালের ১৮ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। ওস্তাদ আশীষ খানের ছোট ভাই অধ্যাপক ধ্যানেশ খানের একমাত্র পুত্র। দাদা ওস্তাদ আলী আকবর খান এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর প্রপৌত্র। সিরাজ আলী খান ৫ বছর বয়সে পিতার হাতে সরোদে হাতে খড়ি। পরে ওস্তাদ আলী আকবর খান, চাচা ওস্তাদ আশীষ খান ও ফুফু আমেনা খানের নিকট তালিম গ্রহণ করেন। বর্তমানে চাচা আশীষ খানের নিকট তালিম নিচ্ছেন। সিরাজ আলী খান ২০০০ সালে কলকাতায় রামকৃষ্ণ মিশনে একক সরোদ পরিবেশন করে সঙ্গীত জীবনের পথচলা শুরু করেন। পরে ভারতের সবচেয়ে বড় সঙ্গীত সম্মেলন ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে একক সরোদ বাদনসহ ভারতের বিভিন্ন স্থানে সরোদ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউএইতে সরোদ বাজিয়ে প্রশংসা অর্জন করেছেন। ২০০২ সালে তিনি পাশ্চাত্য ও ভারতীয় যন্ত্র সঙ্গীতের মিশ্রণে ইন্ডিয়ান ব্লু নামে একটি ফিউশন ব্যান্ড তৈরি করেন। ইন্ডিয়ান ব্লু সমগ্র ভারতে তাদের এই সঙ্গীত পরিবেশন করছে। বর্তমানে তিনি আশীষ খান স্কুল অব ওয়ার্ল্ড মিউজিকে শিক্ষকতা করছেন। এছাড়া তিনি ভারত, বাংলাদেশ, ইউএই এবং ইউএসএতে ছেলে-মেয়েদের যন্ত্র সঙ্গীতে তালিম দিচ্ছেন।
×