ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্লাস্টিক ভাঙতে সক্ষম ব্যাক্টেরিয়া আবিষ্কার

প্রকাশিত: ০৪:১৬, ২ জুলাই ২০১৮

প্লাস্টিক ভাঙতে  সক্ষম ব্যাক্টেরিয়া আবিষ্কার

প্লাস্টিক খাওয়া ব্যাক্টেরিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ফলে পরিবেশ সমস্যা লাঘব হতে পারে। এই ব্যাক্টেরিয়া প্লাস্টিক খেয়ে একে ভেঙ্গে ক্ষতিকর নয় এমন উপজাতে পরিণত করে। ইন্ডিপেন্ডেন্ট। আবিষ্কৃত অণুজীবগুলো পলিথিলিন টেরেফথালেট (পিইটি) ভেঙ্গে ফেলে। সচরাচর ব্যবহৃত প্লাস্টিক পণ্যের মধ্যে বহুল ব্যবহৃত হলো পিইটি। পোশাক-পরিচ্ছদ, পানীয় বোতল থেকে শুরু করে খাদ্য মোড়ক পর্যন্ত সর্বত্র এটি ব্যবহৃত হয়ে থাকে। এসব প্লাস্টিক মাটির সঙ্গে মিশে যেতে কয়েকশ’ বছর সময় লাগে। এই সময়ের মধ্যে এটি পরিবেশের অনেক ক্ষতি করে। মার্কিন অঙ্গরাজ্য অরেগনের রিড কলেজের বায়োলজির ছাত্র মর্গান ভেগ বলছিলেন অণুজীব দিয়ে প্লাস্টিক ভেঙ্গে ফেলা সম্ভব হলে তা হবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। প্লাস্টিক এখন পরিবেশের জন্য বড় একটি সমস্যা। প্রতি বছর মহাসাগরগুলোতে লাখ লাখ টন প্লাস্টিক পণ্য ফেলা হয়ে থাকে। প্রতিবছর প্রায় ৩শ’ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে রিসাইকেল করা সম্ভব নয় মাত্র ১০ শতাংশ। প্রতি গ্রীষ্মকালে পর্যটকদের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলেই ৪০ শতাংশ প্লাস্টিক বর্জ্য বাড়ছে। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে ভেগ বলেন, ‘প্লাস্টিক বর্জ্যরে পরিসংখ্যানের বিষয়টি যখন আমি প্রথম জানতে পারলাম তখনই আমি উপলব্ধি করি যে এটি একটি সমস্যা। যেভাবেই হোক এ সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। ব্যাক্টেরিয়া অণুজীব নিয়ে কাজ শুরুর পর ভেগ দেখলেন এর অনেক সম্ভাবনা আছে। প্লাস্টিককে ক্ষুদ্র কণিকায় ভেঙ্গে ফেলার মতো অসম্ভব কাজটিও এর মাধ্যমে করা সম্ভব। তিনি নিজ শহর হিউস্টনের রিফাইনারিগুলোর আশপাশে প্লাস্টিক ভাঙতে সক্ষম এমন ব্যাক্টেরিয়া খুঁজতে থাকেন।
×