ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুঁড়া দুধ আমদানিতে শুল্ক বৃদ্ধির দাবি

প্রকাশিত: ০৩:৪৭, ২৫ জুন ২০১৮

 গুঁড়া দুধ আমদানিতে শুল্ক বৃদ্ধির দাবি

দেশের ডেইরি শিল্প ও ক্ষুদ্র খামারিদের রক্ষায় বিদেশ থেকে গুঁড়া দুধ আমদানিতে শুল্ক বৃদ্ধির দাবি জানিয়েছে চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশন। রবিবার সকালে এ দাবিতে এসোসিয়েশনের সদস্যরা চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে বক্তারা বলেন, আমদানি করা নিম্নমানের গুঁড়া দুধের সঙ্গে দরের প্রতিযোগিতায় মার খেয়ে স্থানীয় ডেইরি শিল্পের অস্তিত্ব হুমকির মুখে। পশুখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে গবাদি পশু পালনে ব্যয় বেড়েছে। এর মধ্যেও ডেইরি শিল্প এখন ক্ষুদ্র খামারিরা দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে ভূমিকা রেখে আসছে। বক্তারা বলেন, দেশে দুধের উৎপাদন খরচের চেয়েও অনেক কম দামে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে গুঁড়া দুধ। এর ফলে খামারিরা ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ শিল্পও বিপন্ন হওয়ার পথে। গত অর্থ বছরের তুলনায় এ বছর গুঁড়া দুধ আমদানিতে শুল্কহার ১০ শতাংশে আনা হয়েছে। অথচ আগের বছরে এ হার ছিল ২৫ শতাংশ। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস
×