ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নকল ইলেক্ট্রনিক্স সামগ্রী উদ্ধার

প্রকাশিত: ০৪:২৮, ২২ জুন ২০১৮

নকল ইলেক্ট্রনিক্স সামগ্রী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ জুন ॥ বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার পানপট্টি বাজারে মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল নজরুল ইসলাম ওরফে উজ্জল মোল্লার আপন টেলিকম নামক দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ইলেক্ট্রনিক্স সামগ্রী উদ্ধার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জানা গেছে, সদর উপজেলার পানপট্টি বাজারে নজরুল ইসলাম ওরফে উজ্জল মোল্লার আপন টেলিকম নামক দোকানে বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রির আড়ালে বিভিন্ন মোবাইল কোম্পানির নকল ব্যাটারি, চার্জার, ব্যাটারি ও চার্জারের গায়ে লাগানো নকল স্টিকার মজুদ রেখেছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মামুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
×