ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সাবেক ইসরাইলী মন্ত্রী বিচারের মুখোমুখি

প্রকাশিত: ০৬:৪৪, ২০ জুন ২০১৮

  ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সাবেক ইসরাইলী মন্ত্রী বিচারের মুখোমুখি

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন ইসরাইলের সাবেক একজন মন্ত্রী। পেশায় চিকিৎসক গনেন সাজেভ গত শতকের ৯০-এর দশকে ইসরাইলের জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মাদক পাচার এবং কূটনৈতিক পাসপোর্ট জালিয়াতির দায়ে এর আগে ২০০৫ সালে সাজেভকে কারাদন্ড দিয়েছিল আদালত। ৬২ বছর বয়সী সাজেভের বিরুদ্ধে এখন ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে বলে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা সিন বেইতকে (শাবাক) উদ্ধৃত করে জানিয়েছে।- বিবিসি ২০০৭ সালে কারাগার থেকে মুক্ত হওয়ার পর সাজেভ নাইজিরিয়ায় চলে যান। সিন বেইত বলছে, নাইজিরিয়ায় ইরানি গোয়েন্দাদের সঙ্গে সাজেভের যোগাযোগ ঘটে এবং দুইবার তিনি ইরান সফরও করেছিলেন। তিনি ইসরাইলের জ্বালানি, নিরাপত্তা সংক্রান্ত তথ্য ইরানীদের কাছে পাচার করেন। মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরাইলের বিরোধ অনেক পুরনো। ইরানে ইসলামী বিপ্লবের পর ক্ষমতাসীনরা মনে করেন, মধ্যপ্রাচ্যে ইসরাইল রাষ্ট্রটি অবৈধভাবে টিকে আছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ইরানকে হুমকি মনে করে ইসরাইল। সিন বেইত জানিয়েছে, গত মে মাসে ইকুয়াটোরিয়াল গিনি সফরের সময় গ্রেফতার হন সাজেভ। পরে তাকে ইসরাইলে আনা হয়। গত শুক্রবার গুপ্তচরবৃত্তির দায়ে আদালতে অভিযুক্ত করা হয় তাকে। যুদ্ধের মধ্যে শত্রু রাষ্ট্রকে সহায়তা দেয়ার অভিযোগে সাজেভের বিচার হবে জেরুজালেমের আদালতে।
×