ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করহার কমেছে

প্রকাশিত: ০৭:২৯, ৮ জুন ২০১৮

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করহার কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকার কর্তৃক ২০১৩ সালে অনুমোদিত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার কমানোর প্রস্তাব করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই করহার কমানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন তিনি। তিনি বলেন, অনেকে বলে থাকেন আমাদের কর্পোরেট করহার খুব বেশি। কথাটি ঠিক নয়। পাবলিকলি ট্রেডেড কোম্পানির বিদ্যমান করহার ২৫ শতাংশ, দক্ষিণ এশিয়ার অন্য অনেক দেশের তুলনায় যা বেশ কম। এছাড়া, আমাদের করহার বৈশ্বিক গড়হারের (২৪.২৯ শতাংশ) সঙ্গে সঙ্গতিপূর্ণ। অস্ত্রসহ গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরায় রাজীব থানাদার নামে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে হোমমেড নামে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ডিএমপির ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ডেমরা এলাকার নামাপাড়ার নিজ বাসা থেকে রাজীবকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার কাছে পাওয়া অস্ত্রটি ৯ ইঞ্চি লম্বা। হাতে তৈরি। এই অস্ত্র দিয়ে সে কী করত? কোথা থেকে অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল তা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পুলিশ জানায়, রাজীবের গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
×