ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৩২, ১ জুন ২০১৮

নতুন গবেষণা

চোখে মাশকারা দেবে রোবট চোখের পাপড়িতে মাশকারা দেয়া চাট্টিখানি কথা নয়। আর সেটি যদি হালনাগাদ বা নতুন নকশায় করতে হয়, তাহলে বেশ বিপাকেই পড়তে হয়। তবে ব্যতিক্রমও আছে, চোখে দ্রুত মাশকারা দিয়ে দেবে রোবট। নিজেদের পণ্যের প্রচারণায় অভিনব রোবটটি তৈরি করেছে লরিয়েল। ফ্রান্সে অনুষ্ঠিত ‘ভিভাটেক ট্রেড ফেয়ার’-এ ফ্যাশন সচেতন নারীদের সামনে রোবটটির কার্যক্রম তুলেও ধরেছে ফরাসী সৌন্দর্যপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। পোশাক সম্পর্কে জানাবে ডিভাইস পোশাক পরলে কেমন লাগবে, কেনার আগেই জানাতে পারে ডিভাইসটি। চাইলে ঝটপট পরিবর্তনও করা যাবে পোশাকের রং ও নক্সা। এ জন্য কষ্টও করতে হবে না তেমন, ছবি তুলে পোশাকের মডেল নির্বাচন করলেই স্ক্রিনে দেখা যাবে। চীনে শুরু হওয়া বিগ ডাটা সম্মেলনে ভার্চুয়াল ফিটিং ডিভাইসটি প্রদর্শন করেছে বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা। ফসল রক্ষায় প্রযুক্তি রোদ-বৃষ্টি যা-ই হোক না কেন, ফসলের আশপাশে থাকা আগাছা খুঁজে বের করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটটি। সৌরবিদ্যুত শক্তিতে চলা রোবটটি সাধারণ কৃষকের তুলনায় ২০ গুণ দ্রুত কাজ করতে পারে। সুইজারল্যান্ডের ইকোরোবটিক্সের তৈরি রোবটটি আগামী বছর বাজারে আসবে।
×