ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সৌদি ন্যাশনাল গার্ড ভবনের কাছে হামলা, ৩ পুলিশ নিহত

প্রকাশিত: ০৪:২৯, ১ জুন ২০১৮

সৌদি ন্যাশনাল গার্ড ভবনের কাছে হামলা, ৩ পুলিশ নিহত

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে দুই হামলাকারীর ছুরিকাঘাতে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। পরে ওই দুই হামলাকারী নিকটবর্তী ন্যাশনাল গার্ডের স্থাপনায় গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করে বলে বৃহস্পতিবার জানিয়েছে স্থানীয় সংবাদপত্রগুলো। এক্সপ্রেস ইউকে। হামলাকারীরা নিহত ট্র্যাফিক পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে ও তার গাড়ি চুরি করে ন্যাশনাল গার্ডের স্থাপনা প্রাঙ্গণে ঢুকে পড়ে। ন্যাশনাল গার্ডের স্থাপনার ভিতরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক হামলাকারী আহত হয় ও অপরজন পালিয়ে যান বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। আহত হামলাকারীকে আটক করা হয়েছে। প্রতিবেদনে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর কয়েকজন আহত হওয়ার কথা বলা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। যোগাযোগ করা হলেও সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে কোন মন্তব্য করেনি। তায়িফ শহর মক্কা নগরীর পূর্ব দিকের পর্বতের ওপরে অবস্থিত। মোট কতজন পুলিশ আহত হয়েছে বা হামলাকারী কারা ছিল সেটি জানা যায়নি।
×