ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

আবার রুপালি পর্দায় কারিনা কাপুর

প্রকাশিত: ০৩:৪৮, ৩১ মে ২০১৮

আবার রুপালি পর্দায় কারিনা কাপুর

‘আমি আমার গ্ল্যামারাস ইমেজের জন্য গর্বিত’, বলেছেন কারিনা কাপুর। ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে নিজের টিকে থাকার পেছনে রহস্যের প্রসঙ্গে তিনি আরও বলেন,‘বাণিজ্যিক এবং বিকল্প ধারার সিনেমায় কাজ করার ক্ষেত্রে আমি চমৎকার ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছি। বিশেষ কোন ঘরানার সিনেমা কিংবা বিশেষ কোন ইমেজের বলয়ে নিজেকে বন্দী করে রাখিনি। ফলে দর্শকের কাছে একঘেয়ে, বিরক্তিকর, বৈচিত্র্যহীন হয়ে ওঠার ঝুঁকি সৃষ্টি হয়নি আমাকে নিয়ে। আমি সব শ্রেণীর দর্শকের কাছে সব সময় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়ে আসছি।’ কারিনা কাপুর বলিউডে আছেন গত ১৮ বছর ধরে। ‘রিফিউজি’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার ফিল্ম ক্যারিয়ার শুরু হয়েছিল। ‘আমি আমার গ্ল্যামারাস ইমেজের জন্য গর্ব অনুভব করি। আমি এ কারণে অনেক বার বাণিজ্যিক সাফল্যের স্বাদ অনুভব করেছি। আমি যেমন ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয় করেছি তেমনিভাবে ‘গোলমাল’ সিরিজের ছবিতেও অভিনয় করেছি। আমি সব সময় চেষ্টা করেছি অভিনীত সিনেমার মধ্যে ভারসাম্য বজায় রাখতে। গত ১৮ বছরের ক্যারিয়ারে আমি চমকপ্রদ অনেক কাজ করেছি যা আমাকে দর্শকদের কাছে সব সময় গ্রহণযোগ্য করে রেখেছে। অভিনীত ছবিগুলোতে নিত্যনতুন স্বাদের চরিত্রে রূপদান করে দর্শকদের কৌতূহল, আর আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছি’. সাম্প্রতিক এক সাক্ষাতকারে কথাগুলো বলেন তিনি। কারিনা কাপুরকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে। ব্ল্যাক কমেডি ক্রাইম স্টোরি ধাঁচের ছবিটি দুই বছর আগে মুক্তি পেয়েছিল। ছবির প্রধান নায়িকা ছিলেন আলিয়া ভাট। একজন চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছিল কারিনাকে। এরপর দুই বছর সময় গড়িয়েছে। এ সময়টাতে তাকে আর কোন নতুন সিনেমায় দেখা যায়নি। একই বছর অর্থাৎ ২০১৬ সালে কারিনার আরেকটি সিনেমা ‘কি অ্যান্ড কা’ মুক্তি পেয়েছিল। যেখানে তার বিপরীতে নায়ক ছিলেন অপেক্ষাকৃত জুনিয়র অভিনেতা অর্জুন কাপুর। বরাবর সুপার স্টার অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় এলেও ‘উড়তা পাঞ্জাব’ কিংবা ‘কি অ্যান্ড কা’ ছবিতে কারিনা অপেক্ষাকৃত জুনিয়র অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন। ভিন্ন ধাঁচের অফ ট্র্যাকের কাহিনী ব্যতিক্রমধর্মী চরিত্র, মেধাবী নির্মাতা ইত্যাদিকে গুরুত্ব দিয়ে কারিনা এ ছবিগুলোতে অভিনয় করেছেন। ¯্রফে গ্ল্যামারাস নায়িকা হিসেবে অভিনীত ছবির আকর্ষণ বাড়াতে নয় একজন সুঅভিনেত্রী হিসেবে অভিনয়ের চ্যালেঞ্জ গ্রহণ করতেই কারিনা উল্লিখিত ছবিগুলোতে বেশ আগ্রহ নিয়ে কাজ করেছেন। সাইফ আলি খানকে বিয়ের পর কারিনা ঘাড়ের ওপর থেকে অভিনয়ের বোঝা বা চাপ কমিয়ে ফেলেছেন অবলীলায়। পুত্র তৈমুরকে বড় করে তোলাটাই যেন তার জন্য বড় দায়িত্বপূর্ণ কাজ হয়ে ওঠে। ৩৭ বছর বয়সী কাঁপুর খান্দানের বড় আদুরে মেয়েটি এখন নিজেই দেড় বছর বয়সী পুত্র তৈমুর আলি খানের মা হিসেবে ঘরে বাইরে সব খানে পরিচিত। একজন মা হিসেবে নিজেকে তুলে ধরতে তার মধ্যে কোন দ্বিধা বা অস্বস্তি নেই। সাইফ আলি খানের ঘরনী হয়ে যাওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন নবাব পরিবারের বউ হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন তিনি। কিন্তু বিয়ের পর কারিনা অভিনয় ঠিকই চালিয়ে যাচ্ছেন। ২০১২ সালে বিয়ের পর তিনি সত্যগ্রহ, গোরি তেরে পেয়ার মে’, ‘সিংহাম রিটার্নস’, ‘গব্বর ইজ ব্যাক’, ‘ব্রাদার্স’, ‘কি অ্যান্ড কা’, ‘উড়তা পাঞ্জাব’ ছবিগুলোতে তাকে দেখা গেছে। আগামী ১ জুন মুক্তি পাচ্ছে কারিনা কাপুর অভিনীত নতুন আরেকটি সিনেমা ‘ভিরে ডি ওয়েডিং’। নারী চরিত্রকেন্দ্রিক ছবিটির গল্প চার বান্ধবীকে ঘিরে। তারা একসঙ্গে একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে গেলে মজার সব ঘটনার মুখোমুখি হয়। চার বান্ধবীর একজন হিসেবে দেখা যাবে কারিনাকে। বাকি তিন বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়াকে। ‘ভিরে ডি ওয়েডিং’ ছবিতে কাস্ট হওয়ার পর ‘প্রেগন্যান্সির কারণে কারিনা ছবিটির জন্য শূটিং করেননি পুত্র তৈমুর জন্ম গ্রহণের পর ছবিটির শূটিং শুরু করেন। মজার হলেও ‘ভিরে ডি ওয়েডিং’ ছবির গল্পে চমক আছে, ব্যতিক্রমের ছোঁয়া আছে। কারিনা যে কারণে ছবিটিতে বিশেষ আগ্রহ নিয়ে কাজ করেছেন। কাপুর খান্দানের মেয়েটি। এ ছবিতেও প্রচলতি অর্থে কোন জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধেননি। এখানে তার সঙ্গে দেখা যাবে অপেক্ষাকৃত নবীন এবং স্বল্প পরিচিত অভিনেতা সুমিত ভায়াসকে। বলিউডে আছেন অনেক দিনে ধরে। বয়স বেড়েছে বিয়ের পর এমননিতেই নায়িকাদের বাজার পড়ে যায়। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক ঝুঁকি গ্রহণে অভ্যস্ত কারিনা বলেন, ‘বাণিজ্যিক ঘরানার জনপ্রিয় নায়িকা হয়েও আমি ‘চামেলি’ ছবিতে অভিনয় করেছিলাম, তখন আমার মাত্র ২২ বছর বয়স, অনেকেই তখন আমাকে তেমন ধরনের ছবিতে অভিনয় না করার জন্য বলেছিলেন। কিন্তু তখন থেকেই আমি আর্ট এবং কমার্শিয়াল দু’ধারার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা শুরু করেছিলাম।’ বর্তমানে নিজের অভিনয় প্রসঙ্গে কারিনা আরও বলেন, ‘এখন আমার কাজের অগ্রাধিকার পরিবর্তন এসেছে, তৈমুরের মা হওয়ার পর এখন তাকে নিয়ে ভাবতে হচ্ছে, যখন কোন চিত্র পরিচালক আমার জন্য চরিত্র সৃষ্টি করে চিত্রনাট্য নিয়ে আসেন তখনও আমাকে বিবেচনা করতে হয় ওই চরিত্রে আমাকে ঠিক মানাবে কিনা, ছবিটির কাজ সম্পন্ন হতে বেশি সময় লাগবে কিনা, কারণ দীর্ঘ সময় একটি ছবির জন্য দেয়ার সুযোগ নেই এখন। এখন স্বামী, সন্তান এবং সন্তানের জন্য আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে।’ কারিনা তার বর্তমান অবস্থান সম্পর্কে যথেষ্ট সচেতন অপেক্ষাকৃত অল্প বয়সী আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষি সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজদের বিয়েশাদি হয়নি। এখন সময় তাদের অনুকূলে তাদের সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠা সম্ভব নয়, এটা কারিনা ঠিকই উপলব্ধি করেন। কিন্তু তাই বলে নিজেকে একেবারে পতিত অবস্থানে ভাবতে চান না কারিনা। শরীরের যতœ করেন আগের চেয়েও বেশি। আকর্ষণীয় সাজ পোশাক নিয়ে চলাফেরা করেন। হয়ত কলেজছাত্রী তন্বী প্রেমিকার ভূমিকায় নয় ম্যাচিওরড নারীর শক্তিশালী রোলে আগামীতে তাকে আরও অনেক সিনেমায় দেখা যাবে। দর্শক কারিনা কাপুরের মতো একজন অভিনেত্রীকে এত সহজে হারাতে চাননী।
×