ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে সংঘর্ষসহ তিন ইস্যুতে তীব্র সমালোচনার মুখে রাশিয়া

প্রকাশিত: ০৪:০৬, ৩১ মে ২০১৮

ইউক্রেনে সংঘর্ষসহ তিন ইস্যুতে তীব্র সমালোচনার মুখে রাশিয়া

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে সংঘাত, ক্রিমিয়া সংযুক্তি ও ইউক্রেনের আকাশে মালয়েশিয়া এয়ারলাইন্সয়ের বিমান ভূপাতিত ঘটনার সঙ্গে রুশ সামরিক বাহিনীর সম্পৃক্ততার তদন্ত বাতিল করে দেয়ার জন্য রাশিয়া মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। খবর ইয়াহু নিউজ হটলাইনের। ২০১৭-এর ফেব্রুয়ারির পর ইউক্রেনের ওপর পরিষদের প্রথম বৈঠকে এ তিনটি বিষয় উত্থাপন করা হয়। বৈঠকে জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেলজিয়া ইউক্রেন। নেদারল্যান্ডস ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। মার্কিন রাষ্ট্রদূত ও পরিষদের অন্যান্য সদস্যের সঙ্গেও বাকবিত-া হয় তার। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পাওলো ক্লিমকিন বলেছেন, পূর্বাঞ্চলে তার দেশের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মধ্যে ৪ বছরের সংঘাতকে ক্রেমলিন দেখেছে ইউক্রেনীয়দের মুক্তি, গণতন্ত্র ও ইউরোপীয় ভবিষ্যত গঠনে আকাক্সক্ষা পোষণের জন্য তাদের শান্তি প্রদান হিসেবে। নিখোঁজ বিমানের অনুসন্ধান ফের শুরু হতে পারে ॥ মাহাথির নতুন কোন প্রমাণ পাওয়া গেলে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীবাহী উড়োজাহাজ ফ্লাইট এমএইচ৩৭০-র অনুসন্ধান ফের শুরু করা হতে পারে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ওয়েবসাইট। বুধবার পুত্রাজায়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ।
×