ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে নিম্নচাপ চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় বৃষ্টির আভাস

প্রকাশিত: ০৭:৪২, ৩০ মে ২০১৮

বঙ্গোপসাগরে নিম্নচাপ চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ভ্যাপসা গরমের অতিষ্ঠ হয়ে পড়েছে দেশবাসী। বৃষ্টি বাড়লে আগামী দু’একদিনের মধ্যে পরিস্থিতি কিছুটা সহনীয় হয়ে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস জানান, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি মঙ্গলবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। যে গতিবেগে এটি রয়েছে, তাতে ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই বলেও জানিয়েছে সূত্রটি।
×